Friday, January 24, 2025
বাড়িখেলা‘কুকুর সমস্যা’র সমাধান করে সৌদি আরবের পথে ফাবিনিও

‘কুকুর সমস্যা’র সমাধান করে সৌদি আরবের পথে ফাবিনিও

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৮ জুলাই: উদ্ভট এক ব্যাপারই বটে! পোষা কুকুরের কারণে আটকে ছিল লিভারপুল মিডফিল্ডার ফাবিনিওর দলবদল। কিন্তু কীভাবে?লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যাওয়ার পথে সবকিছু গুছিয়ে এনেছিলেন ব্রাজিলিয়ান তারকা ফাবিনিও। ৪০ মিলিয়ন পাউন্ডে তাঁকে ছেড়ে দিতে রাজিও হয়েছিল লিভারপুল। কিন্তু তাঁর কাছে থাকা দুটি ফ্রেঞ্চ বুলডগের কারণে ঝুলে ছিল দলবদলের সব কার্যক্রম। ফাবিনিওর চুক্তি আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে সাম্প্রতিক খবর হচ্ছে, কুকুরের ঝামেলা মিটিয়ে শিগগিরই আল ইত্তিহাদের সঙ্গে দলবদল সম্পন্ন করতে পারেন ফাবিনিও। এরই মধ্যে প্রাক্‌–প্রস্তুতিতে সিঙ্গাপুর সফরের লিভারপুল দল থেকে বাদ পড়েছেন এই ব্রাজিলিয়ান।এর আগে গার্ডিয়ান জানিয়েছিল, সৌদি আরব তাদের দেশে ‘বিপজ্জনক ও আক্রমণাত্মক কুকুর’কে নিষিদ্ধ করেছে। এ পরিস্থিতিতে দলবদলের কার্যক্রম শেষ করতে চান না ফাবিনিও নিজেও। অন্য এক সংবাদমাধ্যম জানিয়েছিল, কুকুর নিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার সাপেক্ষেই চুক্তিপত্রে সই করবেন এই মিডফিল্ডার।

এদিকে টুইটারে ফাঁস হওয়া এক প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবে কুকুর নেওয়ার অনুমতি তখনই দেওয়া হয়, যদি কুকুরকে শিকারের জন্য ব্যবহার করা হয়, পাহারাদার হিসেবে কাজে লাগানো হয় কিংবা অন্ধদের পথ দেখানোর জন্য রাখা হয়। এসব খবর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।কোনো কোনো সংবাদমাধ্যম অবশ্য তখন কুকুরসংক্রান্ত খবরকে গুজব দাবি করে। মার্কিন সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বেতনকাঠামোর সমস্যার কারণে মূলত আটকে ছিল ফাবিনিওর দলবদলের প্রক্রিয়া। তবে সে সমস্যার সমাধান করে এখন চুক্তি সম্পন্ন করার পথে এগিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার। এরই মধ্যে লিভারপুল থেকে সৌদি লিগের ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছেন জর্ডান হেন্ডারসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য