Thursday, January 23, 2025
বাড়িখেলাইন্টার মায়ামির বড় জয়ে মেসির দুই গোল

ইন্টার মায়ামির বড় জয়ে মেসির দুই গোল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ জুলাই: লিগস কাপের ম্যাচটিতে মঙ্গলবার প্রথমার্ধেই দুটি গোল করেন মেসি। পরে রবার্ট টেইলরও করেন দুটি গোল। লিগস কাপের ম্যাচেই গত শুক্রবার মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শেষ সময়ে ফ্রি কিক থেকে গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। আটলান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার ইন্টার মায়ামির হয়ে শুরু থেকে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। নতুন ক্লাবের হয়ে তার নেতৃত্বের অধ্যায়ও শুরু হয় এই ম্যাচ দিয়েই।উপলক্ষ রাঙাতে খুব একটা সময় নেননি তিনি। অষ্টম মিনিটেই সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসের কাছ থেকে দারুণ এক পাস পেয়ে সামনে এগিয়ে গোলকিপারকে বিভ্রান্ত করে শট নেন মেসি। তবে বল ফিরে আসে গোলপোস্টে লেগে। ফিরতি বলে আবার শট নিয়ে জালে জড়ান তিনি। দ্বিতীয় গোলটি করেন তিনি ২২তম মিনিটে বক্সের ভেতর টেইলরের কাছ থেকে বল পেয়ে। এই গোলের পর দলের সত্বাধিকারীদের একজন ও ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের দিকে কিছু একটা ইঙ্গিত করেন মেসি। বেকহ্যামও জবাব দেন চওড়া হাসিতে। প্রথমার্ধেই শেষ দিকে মায়ামিকে আরও এগিয়ে নেন টেইলর। পরে আরেকটি গোল করেন তিনি ৫৩তম মিনিটে। মেসিকে তুলে নেওয়া হয় ৭৮তম মিনিটে। শেষ দিকে একটি গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল আটলান্টা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসির আর্জেন্টিনা সতীর্থ থিয়াগো আলমাদা। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগস কাপের নক আউট পর্বে পা রাখল ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর লিগের দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় এই লিগস কাপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য