Saturday, January 25, 2025
বাড়িখেলাপিএসজির এশিয়া সফরের দল থেকে বাদ এমবাপ্পে

পিএসজির এশিয়া সফরের দল থেকে বাদ এমবাপ্পে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জুলাই: পিএসজি এবার তাদের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ায়। পিএসজির সেই জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। এভাবে এমবাপ্পেকে ছাড়াই পিএসজির প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার বিষয়টি ফরাসি স্ট্রাইকারের দলবদলের গুঞ্জনের পালে বাড়তি বাতাসই দেবে।লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পিএসজিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমের পর তিনি আর প্যারিসে থাকতে চান না। গুঞ্জন আছে, পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদে যেতে চান।এমবাপ্পে সেই চিঠি দেওয়ার পর পিএসজি তাঁকে এবারের দলবদলে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ, এবারের দলবদলে তাঁকে বিক্রি করতে না পারলে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন তিনি। তাহলে তাঁর দলবদল থেকে পিএসজির কোনো আয়ই হবে না।

এমবাপ্পে অবশ্য এবারের দলবদলে ক্লাব ছাড়তে চান না। তিনি চাইছেন, চুক্তির মেয়াদ শেষ করে পিএসজি ছাড়বেন। তাহলে যে বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন ফরাসি স্ট্রাইকার। রিয়ালও নাকি চাইছে আগামী মৌসুমে তাঁকে মুক্ত খেলোয়াড় হিসেবে বিনা ট্রান্সফার ফিতে দলে টানতে।এ নিয়ে এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কও খারাপ হতে শুরু করে। অনেকেই সমালোচনার তির ছুড়ে মারেন এমবাপ্পের দিকে। পরিস্থিতি যখন এই, গতকাল খবর আসে যে পিএসজি এমবাপ্পেকে ১০ বছরের জন্য ১০০ কোটি ইউরোর চুক্তির অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে।বোঝাই যাচ্ছিল, এমবাপ্পেকে যেকোনোভাবে আটকাতে চাইছে পিএসজি। কিন্তু ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়া এমবাপ্পে শুরু থেকেই বলে এসেছেন, তিনি অর্থকড়ি চান না। রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চান। এসবের জেরেই এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন এমবাপ্পে।পাশাপাশি ১৫ জুলাইয়ের মধ্যে এমবাপ্পেকে উত্তর দেওয়ার সময় বেঁধে দিয়েছিল পিএসজি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেননি এমবাপ্প। উত্তর না পেয়ে এখন নাকি তাঁকে বিক্রির তালিকায় তুলতে যাচ্ছে ক্লাবটি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তাঁর ভবিষ্যতে কী লেখা আছে!

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য