Thursday, October 10, 2024
বাড়িখেলাদুর্দান্ত গোলে মায়ামিকে জিতিয়ে অভিষেক রাঙালেন মেসি

দুর্দান্ত গোলে মায়ামিকে জিতিয়ে অভিষেক রাঙালেন মেসি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জুলাই: ধারাভাষ্যকার তখন গলা ফাটাচ্ছেন ‘মে…সি…ই…ই…’ বলে। ঠাসা গ্যালারির গগণবিদারি চিৎকারে প্রকম্পিত চারপাশ। যুক্তরাষ্ট্রে মেসির অভিষেক দেখতে গ্যালারিতে থাকা এনবিএ তারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মিডিয়া তারকা কিম কার্দাশিয়ান, নানা আঙিনার আরও অনেক তারকা, সবাই মেতে ওঠেন উল্লাসে। মেসি তো তখন হারিয়ে গেছেন সতীর্থদের আলিঙ্গনে।বহুল আলোচিত অভিষেকে এভাবেই রঙিন আর্জেন্টিনার সর্বজয়ী মহাতারকা। তার শেষ সময়ের গোলেই মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। লিগস কাপে দুই দলেরই প্রথম ম্যাচ এটি।যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ।প্রথমার্ধের শেষ দিকে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ক্রুস আসুল। মেসি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে।

নতুন ক্লাবে এখনও পর্যন্ত মোটে তিনটি পুরো ট্রেনিং সেশন পেয়েছেন মেসি। এ কারণেই হয়তো শুরু থেকে তাকে মাঠে নামাননি কোচ জেরার্দো মার্তিনো। দ্বিতীয়ার্ধে যখন তিনি গা গরম করতে শুরু করেন, ‘মেসি… মেসি’ রব ওঠে গোটা গ্যালারিতে। ৫৪তম মিনিটে মাঠে নামেন মেসি। বদলি হিসেবে মাঠে নামেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসও।মাঠের ফুটবলে অবশ্য বেশি দাপট ছিল ক্রুস আসুলের। মেসি নামার পরও তা খুব একটা বদলায়নি। বিচ্ছিন্ন দু-একটি সুযোগ তিনি আদায় করেন মাত্র, তা কার্যকর হয়নি।তবে তিনি তো মেসি, জাদুকরি একটি মুহূর্তেই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য!ক্যারিয়ারজুড়ে অসংখ্যবার যা করেছেন, নতুন ক্লাবের হয়ে অভিষেকেও ঠিক তেমনি তিনিই ম্যাচের ভাগ্য নির্ধারক আর দলের নায়ক।১১ ম্যাচ ও ২ মাসের খরার পর ইন্টার মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়তে পারল এই জাদুকরের সৌজন্যেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য