Saturday, June 14, 2025
বাড়িখেলাআরও অনেক ট্রফির আশায় ২০২৮ পর্যন্ত ওল্ডট্র্যাফোর্ডের‌্যাশফোর্ড

আরও অনেক ট্রফির আশায় ২০২৮ পর্যন্ত ওল্ডট্র্যাফোর্ডের‌্যাশফোর্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ জুলাই: সেই ছোট্টবেলায় অনেক স্বপ্ন নিয়ে যে ক্লাবে পথচলা শুরু, সেই ক্লাবে পথচলা আরও দীর্ঘ হতে চলেছে মার্কাস র‌্যাশফোর্ডের। ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়িয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।আগামী বছর তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। সেটিই এখন বেড়ে গেছে ২০২৮ সাল পর্যন্ত।নতুন চুক্তির পর র‌্যাশফোর্ডের রোমাঞ্চ, ক্লাবের জন্য ভালোবাসা এবং স্বপ্ন পূরণের তাগিদের কথা ফুটে উঠল ক্লাবের ওয়েবসাইটে।“সাত বছর বয়সে অনেক স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। সেই থেকে যতবার এই শার্ট পরার সম্মান হয়, সাফল্যের জন্য সেই একই তাড়না, গর্ব এবং দৃঢ়প্রতিজ্ঞা এখনও আমাকে ধাবিত করে।”

“অসাধারণ এই ক্লাবে দুর্দান্ত সব অভিজ্ঞতা আমার হয়েছে। তবে অনেক সাফল্যের এখনও বাকি এবং সামনের বছরগুলোয় আরও অনেক ট্রফি জয়ের চেষ্টায় ক্লান্তিহীন লড়াই চালিয়ে যাব। আমি নিশ্চয়তা দিতে পারি, এই ক্লাব যে উচ্চতা ছুঁতে পারে, সেখানে পৌঁছে দেওয়ার পথে সহায়তা করতে নিজের সবটুকু উজাড় করে দেব এবং ড্রেসিং রুমেও সেই প্রতিজ্ঞার আবহ অনুভব করতে পারি। এই ম্যানেজারের কোচিংয়ে ক্লাবের ভবিষ্যতের জন্য এর চেয়ে বেশি রোমাঞ্চিত আর হতে পারতাম না।”সেই সাত বছর বয়সেই র‌্যাশফোর্ডের দিকের নজর ছিল বড় বড় ক্লাবগুলির। ম্যানচেস্টার সিটির একাডেমিতে সপ্তাহখানেক ট্রেনিংও করেন তিনি। তাকে নিয়ে আগ্রহ ছিল এভারটন, লিভাপুলের মতো ক্লাবের। তবে র‌্যাশফোর্ড নাম লেখান তার স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই থেকে চলছে অভিযান। একাডেমি ও যুব দল হয়ে ২০১৫ সালে জায়গা পান মূল দলে। সিনিয়র ফুটবলে অভিষেক হয় পরের বছর।গত সাত বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে সাড়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১২৩টি। ২০২২-২৩ মৌসুমে তার মোট গোল ছিল ৩০টি। এই মৌসুমে ক্লাবের বর্ষসেরা ফুটবলার ও ফুটবলারদের চোখে সেরা ফুটবলারের স্বীকৃতি জেতেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য