স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ জুলাই: কলম্বিয়ার পার্বত্য মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। মঙ্গলবার উন্দিনামার্কা প্রদেশের প্রত্যন্ত ছোট শহর কেতামিতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে। টেলিফোনে সিভিল ডিফেন্সের অভিযান বিষয়ক পরিচালক রিকার্দো করোনাদো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।“এখন পর্যন্ত আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে দু’টি শিশু আছে,” বলেছেন তিনি।নিখোঁজ লোকজনের সন্ধানে সিভিল ডিফেন্স, রেড ক্রস, দমকল ও সামরিক বাহিনীর উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।ভূমিধসের কারণে রাজধানী বোগোতার সঙ্গে গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল মেতা প্রদেশের প্রধান শহর ভিয়াবিসেনসিওর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পর্বতময় দেশ, প্রচুর বৃষ্টি ও ঘরবাড়ির অনিয়মিত নির্মাণের কারণে কলম্বিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।দেশটিতে সর্বশেষ বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে পুতুমাইয়ো প্রদেশের মোকোয়া শহরে, এখানে ৩২০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল।