স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ জুলাই: স্কটিশ ক্লাব সেল্টিক থেকে তিন বছরের চুক্তি সৌদি আরবের ক্লাবটি যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির আর্থিক দিক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে স্কটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, আড়াই কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে জটাকে দলে পেয়েছে আল ইত্তিহাদ। তার পুরো নাম জোয়াও পেদ্রো নেভেস ফিলিপি। তবে পরিচিত তিনি জটা নামেই। বেনফিকার একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার ক্লাবটির মূল দল হয়ে পরে ধারে খেলেন রিয়াল ভাইয়াদলিদ ও সেল্টিকে। ধার থেকে গত মৌসুমে সেল্টিক তাকে পাকাপাকিভাবে দলে নেয় ৫ বছরের চুক্তিতে। কিন্তু তা থেমে গেল এক মৌসুমেই। গত দুই মৌসুমে সেল্টিকের হয়ে ২৮ গোল করেছেন জটা, গোলে সহায়তা করেছেন ২৬টি। দুই মৌসুমেই জিতেছেন স্কটিশ প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ। সঙ্গে এই মৌসুমে জিতেছেন স্কটিশ কাপ ও স্কটিশ লিগ কাপও। পর্তুগালের আরেক জটা, লিভারপুলের দিয়োগো জটার মতো অবশ্য এখনও জাতীয় দলে অভিষেক হয়নি এই জটার। গত বিশ্বকাপের প্রাথমিক থাকলেও তিনি চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। জটাকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে সোমবার একটি ভিডিও প্রকাশ করে আল ইত্তিহাদ, যেখানে কোচ নুনো সান্তো বলেন, “বিশ্ব জয় করতে চাই আমরা।” লক্ষ্য পূরণের সেই সুযোগটা আগামী ডিসেম্বরেই পাবেন তিনি। স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন হিসেবে জেদ্দায় এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে আল ইত্তিহাদ। ক্রিস্তিয়ানো রোনালদো গত জানুয়ারিতে আল নাস্রে যোগ দেওয়ার পর সৌদি আরবের ফুটবলে যে নতুন প্রাণের জোয়ার চলছে এবং ইউরোপ থেকে একের পর এক ফুটবলার সেখানে নাম লেখাচ্ছেন, সেখানে সবশেষ সংযোজন এই জটা।