Friday, November 14, 2025
বাড়িবিশ্ব সংবাদকৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়নে ‘খুব বেশি আশা নেই’

কৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়নে ‘খুব বেশি আশা নেই’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ জুলাই: রাশিয়ার সার ও অন্যান্য পণ্য রপ্তানি সংক্রান্ত চুক্তির বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইনের খাদ্য শস্য রপ্তানি চুক্তি নবায়নে মস্কো আশা দেখছে না বলে জানিয়েছে ক্রেমলিন।১৮ জুলাই মেয়াদপূর্তির পর চুক্তিটি নবায়নের ‘খুব বেশি আশা নেই’, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়নে মস্কোর জন্য প্রণোদনা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রস্তাব বিবেচনা করছে বলে সোমবার এক প্রতিবেদনে বলেছে ফাইন্যান্সিয়াল টাইমস। ওই প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার কৃষি ব্যাংককে একটি সম্পূরক সংস্থা খুলতে বলা হবে, যার মাধ্যমে তারা ফের বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কে যুক্ত হতে পারবে।জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরের জুলাইয়ে হওয়া ওই শস্য চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের নিয়ন্ত্রণে থাকা জলসীমার ভেতর দিয়ে ইউক্রেইনের বন্দরগুলোতে যাওয়া-আসা করা শস্যবাহী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।চুক্তিটি হওয়ার সময় জাতিসংঘ ও রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল যাতে জাতিসংঘ রাশিয়ার সার ও অন্যান্য পণ্য বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

ওই সমঝোতা স্মারক কার্যকরে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছিল রাশিয়া। তার মধ্যে ছিল- রাশিয়ার কৃষি ব্যাংক রোসেলখোজব্যাংককে ফের বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন ব্যবস্থাপনা সুইফটে অন্তর্ভুক্ত করা।ইউক্রেইনে সেনা পাঠানোর পর পশ্চিমা দেশগুলো সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করাসহ মস্কোর ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বিষয়ে জানতে চাওয়া হলে সোমবার ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, “এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে সম্পর্কিত চুক্তির অংশটুকু বাস্তবায়নের বিষয়ে জানানোর কিছু নেই। অনেকদিন ধরেই চুক্তির এই অংশের বাস্তবায়ন হচ্ছে না বলে তাগাদা দিয়ে আসছি আমরা। চুক্তিটি শেষ হওয়ার এখনও কিছু সময় বাকি, তবে (নবায়নের) খুব বেশি আশা নেই।”ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন কিংবা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, হলে সেটা কোন পর্যায়ে আছে এসব বিষয়ে রয়টার্স রোসেলখোজব্যাংকের মন্তব্য চাইলেও তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।   

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: Alert: Content selection is disabled!!