স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯জুন: আর্সেনাল বুধবার বিবৃতিতে জানায়, চেলসি থেকে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে তারা। চুক্তির আর্থিক দিকগুলি বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, হাভার্টজে পেতে সাড়ে ৬ কোটি পাউন্ড লেগেছে আর্সেনালের। সঙ্গে অন্যান্য সংযুক্তি আছে আরও ৫০ লাখ পাউন্ড।২০২০ সালের সেপ্টেম্বরে বায়ার লেভারকুজেন থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছিল চেলসি। সেই সময় যা ছিল ইংলিশ ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি।চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪০টির মতো ম্যাচ খেলেছেন হাভার্টজ, গোল করেছেন ৩০টি। চেলসির হয়ে জিতেছেন ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ। ওই বছর ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপেও চেলসির শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি।ক্লাবের বিবৃতিতে হাভার্টজ বললেন, ক্যারিয়ারের নতুন অধ্যায়ে স্বপ্নাতুর চোখে সামনে তাকিয়ে তিনি। “অসাধারণ এই ক্লাবের অংশ হতে পারা এবং আর্সেনাল পরিবারের একজন হতে পারা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। এই ক্লাবের ইতিহাস অনেক সমৃদ্ধ এবং আশা করি, আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারব।”সদ্য সমাপ্ত মৌসুমে লম্বা সময় শীর্ষে থেকেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্সেনাল। নতুন মৌসুমে হাভার্টজকে পেয়ে নতুন আশাও দেখছেন কোচ আর্তেতা।“কাই শীর্ষ মানের একজন ফুটবলার। দারুণ বৈচিত্রময় ফুটবলার সে এবং তার বুদ্ধিমত্তা প্রবল। আমাদের মাঝমাঠে সে বাড়তি শক্তিমত্তা যোগ করবে এবং আমাদের খেলায় বৈচিত্র বয়ে আনবে।”