Monday, February 10, 2025
বাড়িখেলাভিনিসিয়ুসকে রিয়ালের নতুন চুক্তির প্রস্তাব, রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

ভিনিসিয়ুসকে রিয়ালের নতুন চুক্তির প্রস্তাব, রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ জুন: লুকা মদরিচকে নিয়ে কালই সুখবর দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি। স্পেনের রেডিও কাদেনা সার জানিয়েছে, এ সপ্তাহেই কিংবা আগামী সপ্তাহের শুরুতে আরও একটি সুখবর জানাবে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রকে পাঁচ বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল। কাদেনা সার অবশ্য দাবি করেছে, এরই মধ্যে ভিনিসিয়ুস চুক্তিপত্রে সইও করেছেন। তবে রিয়াল কিংবা ব্রাজিলিয়ান তারকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

রিয়ালে গত দুই মৌসুম ধরেই দুর্দান্ত খেলা ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। স্প্যানিশ ফুটবলে কয়েক মৌসুম ধরেই বর্ণবাদের শিকার ভিনি রিয়ালে থাকবেন কি না, সে প্রশ্নও উঠেছিল কিছুদিন আগে। কিন্তু সব শঙ্কা দূর করে ভিনিসিয়ুস রিয়ালেই থাকছেন। বার্সেলোনায় নিজের সেরা সময়ে লিওনেল মেসি কিংবা পিএসজিতে সর্বশেষ চুক্তি নবায়নের সময় এমবাপ্পে যেমন আনুগত্য বোনাস পেয়েছেন, ভিনিও একই বোনাস পাবেন রিয়ালে। সেটি চুক্তির মেয়াদ পূর্ণ করার জন্য। এ ছাড়া রিয়ালে থাকতে ব্যালন ডি’অর জিতলেও বোনাস পাবেন ভিনিসিয়ুস। কাদেনা সার দাবি করেছেন, রিয়াল তাঁর রিলিজ ক্লজ মূল্য নির্ধারণ করেছে ১ বিলিয়ন ইউরো, অর্থাৎ ১০০ কোটি ইউরো। নতুন চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত ভিনিকে ধরে রাখতে চায় রিয়াল।

ভিনিকে নিয়ে রিয়ালের এমন সাবধানী কৌশলের কারণও আছে। সৌদি আরবের কারণে তোলপাড় চলছে ইউরোপের ক্লাব ফুটবলে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও কালিদু কুলিবালির মতো তারকাদের উড়িয়ে নিয়ে গেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। ইউরোপের ক্লাব ফুটবলে খেলা অনেক তারকা ফুটবলারই সৌদি আরব থেকে প্রস্তাব পাচ্ছেন। ভিনিসিয়ুসের বিষয়ে এখনো তেমন কিছু শোনা না গেলেও রিয়াল সম্ভবত ঝুঁকি নিতে চায় না। কাদেনা সার জানিয়েছে, ৫ বছরের চুক্তির প্রস্তাব, ১০০ কোটি ইউরো রিলিজ ক্লজ ছাড়াও স্কোয়াডের মধ্যে ভিনিসিয়ুসকে সর্বোচ্চ পারিশ্রমিক দিতে চায় রিয়াল। সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসার গুঞ্জন পুনরায় শোনা যাচ্ছে। ভিনি যেন নিজেকে এমবাপ্পের চেয়ে কম গুরুত্বপূর্ণ না মনে করেন, সে জন্যও এমন চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য