Saturday, January 18, 2025
বাড়িখেলাইন্টার ছেড়ে নতুন ঠিকানায় জেকো

ইন্টার ছেড়ে নতুন ঠিকানায় জেকো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জুন: ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই ইন্টার মিলানের হয়ে জেকোর শেষ ম্যাচ। ইতালিয়ান ক্লাবটিতে তার দুই বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মাসেই। ইস্তানবুলের ক্লাব ফেনারবাচেতেও জেকোর চুক্তি দুই বছরের।২০২১ সালে এএস রোমা থেকে ইন্টারে যোগ দিয়েছিলেন জেকো। মিলানর ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে তার গোল ৩১টি। লিগ শিরোপার স্বাদ না পেলেও জিতেছেন দুটি করে ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়ার শিরোপা।সিনিয়র ফুটবলে প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ভলফসবুর্গের হয়ে বুন্ডেসলিগা ও ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দেখা পেয়েছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন তিনি তিনশর ওপর।বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে ১২৯ ম্যাচের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৬৪ গোল করেছেন তিনি। দেশটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তারই।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তায় জেকো কৃতজ্ঞতা জানান ইন্টারকে।“বিদায় ইন্টার, গত দুটি বছর ছিল অসাধারণ। দুর্দান্ত এক পথচলা ছিল এটি। এখন আমাদের বিচ্ছেদ হচ্ছে, তবে সবকিছুর জন্য ধন্যবাদ।”তুরস্কের সুপার লিগে ২০১৪ সালের পর আর শিরোপা জিততে পারেনি ফেনারবাচে। গত মৌসুমে তারা রানার্স আপ হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য