Tuesday, January 14, 2025
বাড়িখেলাবাড়ি বানাতে গিয়ে বড় জরিমানার শঙ্কায় নেইমার

বাড়ি বানাতে গিয়ে বড় জরিমানার শঙ্কায় নেইমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জুন: রিও দে জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এই প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হতে পারে কমপক্ষে ১০ লাখ ডলার।২০১৬ সালে এই জায়গা কিনেছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আড়াই একর জায়গা জুড়ে এই বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে।তবে স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এই বাড়িটি পরিষ্কার পানি, পাথর ও বালির ব্যবহার ও প্রবাহ বাধাগ্রস্থ করা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।অভিযোগ প্রমাণ হলে অন্তত ৫০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস (১০ লাখ মার্কিন ডলারের বেশি) জরিমানা দিতে হবে নেইমারকে।বাড়ির নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় সরকারের কর্মকর্তাগণ নেইমারের বাবার দুর্ব্যবহার ও অপমানের শিকার হন বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করার হুমকি দেয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অবশ্য তা করা হয়নি।এই ব্যাপারের নেইমারের পারিবারিক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য