স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জুন: ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে যে আক্রমণাত্মক ঘরানার ক্রিকেট খেলে আসছে ইংল্যান্ড, তার ডাকনামের সঙ্গে মিলিয়ে এটি পরিচিতি পেয়ে গেছে ‘বাজবল’ নামে। গত এক বছর ধরে বিশ্ব ক্রিকেটে তুমুল আলোড়ন তোলা এই ঘরানায় খেলেই এবার অ্যাশেজ শুরু করে ইংলিশরা। তবে প্রথম টেস্টে পূরণ হয়নি চূড়ান্ত লক্ষ্য। ওভারপ্রতি ৪.৬১ রান তুললেও ম্যাচ তারা জিততে পারেনি। বরং প্রথাগত টেস্ট ক্রিকেট খেলে ওভারপ্রতি ৩.২০ রান তুলে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে এই ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ডের আচমকা ইনিংস ঘোষণা ও তাদের আক্রমণাত্মক কৌশলের নানা দিক নিয়ে আলোচনা চলছে তুমুল। এত দ্রুত ইনিংস ঘোষণার সমালোচনা করে ম্যাচ চলার সময়ই ভন বলেন, পরের টেস্টে এরকম পরিস্থিতি থাকলেও ইংল্যান্ড আর ইনিংস ঘোষণা করবেন না বলে নিশ্চিত তিনি।
স্টোকস যদিও ম্যাচ শেষে বলেন, একইরকম পরিস্থিতি হলে তিনি আবারও ইনিংস ঘোষণা করবেন। নিজেদের আগ্রাসী ঘরানা থেকে তারা একটুও পিছু হটবেন না বলেও সাফ জানিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক। পরে কোচ ম্যাককালামও জানিয়ে দেন, একই কৌশলে অটুট থাকবে তার দল। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ আলাপচারিতায় ভন অবশ্য বললেন, দুই দলই পরের টেস্টে কৌশল একটু বদলাবে বলে ধারণা তার। ইংল্যান্ড আরেকটু সাবধানী না হলেও অবাক হবেন বলে জানালেন ৮৩ টেস্ট খেলে ৫১টিতে নেতৃত্ব দেওয়া সাবেক এই ব্যাটসম্যান। “আমার মনে হয়, লর্ডসে দুই দলই একটু বদল আনবে (কৌশলে)। আমার ধারণা, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া খুব একটা প্রসারিত হবে না এবং ছড়িয়ে ফিল্ডিং সাজাবে না। তারা আরেকটু জেঁকে ধরতে চাইবে। আমি খুবই অবাক হব, যদি ইংল্যান্ড আরেকটু সতর্ক হয়ে না খেলে।” “বাজবল আমি ভালোবাসি। যে প্রাণশক্তি ও অন্য সবকিছু বয়ে আনে এটি, তা ভালোবাসি। তবে এখন ব্যাপারটি হলো জয়ের। জিততে হবে এবং আরেকটু স্মার্ট হতে হবে। অস্ট্রেলিয়া দলকে যখন চাপে ফেলা যায়, তখন তাদেরকে আরও চেপে ধরে আরও পর্যদুস্ত করে ফেলতে হয়। ইংল্যান্ড এই কাজটিই পারেনি এজবাস্টনে।” প্রথম টেস্টে ২ উইকেটের উত্তেজনাপূর্ণ জয়ে সিরিজে এগিয়ে এখন অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট লর্ডসে আগামী বুধবার থেকে।