স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: ইন্টার মিলানের বিপক্ষে শনিবার ফাইনালের দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন রদ্রি। ফাইনালের ম্যাচ সেরাও মনোনীত হন ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির প্রথমবার ইউরোপ সেরা হওয়ার স্মরণীয় পথচলায় আসরজুড়েই দুর্দান্ত খেলেন স্প্যানিশ এই ফুটবলার। স্রেফ একটি ছাড়া টুর্নামেন্টে দলের সব ম্যাচেই খেলেন তিনি। মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় মনোনী হয়েছেন খিচা কোয়ারাসখেলিয়া। নাপোলির ২২ বছর বয়সী এই ফুটবলার চমকপ্রদ এক মৌসুম কাটিয়েছেন। কয়েক দিন আগে সিরি আর মৌসুম সেরার স্বীকৃতিও জিতেছেন জর্জিয়ার এই ২২ বছর বয়সী উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা একাদশও ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটির ৭ জন জায়গা করে নিয়েছেন সেই দলে। বাকি চারজনের দুজন ইন্টার মিলানের, দুজন রিয়াল মাদ্রিদের।
সেরা একাদশ:
গোলকিপার: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)।
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), ফেদেরিকো দিমার্কো (ইন্টার)।
মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডে ব্রুইনে (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)।
ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যান সিটি), আর্লিং হলান্ড (ম্যান সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।