স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৬ মে: লা লিগায় এবার রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়া একরকম নিশ্চিতই। বরং রানার্স আপ হওয়া নিয়েই এখন টানটানি। তবে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের হাতছানি এখনও আছে। কোপা দেল রের ফাইনালে শনিবার সেভিয়ায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল।কোচ হিসেবে বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে অনেক সাফল্য পেয়েছেন আনচেলত্তি। রিয়ালের কোচ হিসেবেও আছে দারুণ সব সাফল্য। তার কোচিংয়ে ২০১৪ সালে কোপা দেল রে জিতেছিল রিয়াল। ওই বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে স্বপ্নে লা ডেসিমা ধরা দিয়েছিল তাদের। এই দফায় তিনি কোচের দায়িত্বে ফেরার পর গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জিতে নেয় রিয়াল।
এবার দুটি ট্রফির সম্ভাবনা এখনও জিইয়ে থাকলেও লিগে বেশ বাজে পারফর্ম করে পয়েন্ট তালিকার তিনে আছে রিয়াল। এই মৌসুমে নানা কারণেই তাকে শুনতে হয়েছে সমালোচনা। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তার দায়িত্ব নেওয়ার গুঞ্জন তো চলছে কয়েক মাস ধরে। সব মিলিয়ে, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সাফল্যের ওপর আনচেলত্তির রিয়াল-ভাগ্য নির্ভর করবে বলেই মনে করছেন অনেকে।তবে কোপা দেল রে ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি পাত্তাই দিলেন না তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা।“এটা কোপা দেল রে ফাইনাল, সামনে মেসি-ফাইনাল (চ্যাম্পিয়ন্স লিগে) আছে। ব্যস। আমার জীবন বাঁচানোর লড়াই নয় এসব। এটা স্রেফ একটা ট্রফির লড়াই, এরপর আমরা সেমি-ফাইনালের প্রস্তুতি নেব। আমার ভবিষ্যৎ পরিষ্কার। আমার চুক্তি শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন, কালকে নয়।”
“আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার উপযুক্ত সময় এটি নয়। আমি যা বলতে পারি, ক্লাব প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিতে পেরেস) ও মহাপরিচালক হোসে আনহেলের কাছ থেকে প্রতিটি দিন অসাধারণ ভালোবাসা পাই আমি এবং আমার জন্য এটুকুই যথেষ্ট। সামনে ফাইনাল ও সেমি-ফাইনাল আছে, দুটিই জিততে চাই আমি।”মাদ্রিদের কিছু সংবাদমাধ্যমের খবর ছিল, কোপা দেল রে জিতলেও তা এখনই আলাদা করে উদযাপন করবে না রিয়াল মাদ্রিদ। মঙ্গলবারই যে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গে মহারণ! তবে আনচেলত্তি জানালেন, ট্রফি জিততে পারলে খুব ধুমধামে না হলেও তারা উদযাপন করবেন।“শিরোপা জিতলে তা উদযাপন করা উচিত। তবে উদযাপনের বিভিন্ন উপায় আছে। জিততে পারলে আমরা উদযাপন করতে চাই আমরা, বিশেষ করে মাদ্রিদে যারা আমাদের অপেক্ষা থাকবে (সমর্থকরা)। যদি জিততে পারি, অবশ্যই উদযাপন করব আমরা।”আনচেলত্তি জানান, চোট কাটিয়ে নাটকীয়ভাবে অনুশীলনে ফিরলেও কোপা দেল রের ফাইনালে লুকা মদ্রিচের খেলা নিশ্চিত নয়। কোনো সমস্যা অনুভব না করলেই কেবল খেলানো হবে অভিজ্ঞ মিডফিল্ডারকে। তবে চোট কাটিয়ে ফেরা দাভিদ আলাবা খেলবেন বলে নিশ্চিত করেন কোচ।