সেঞ্চুরিয়ন, ২৯ ডিসেম্বর (হি.স) : সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় দিনে ম্যাচে ফিরে এল দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতিতে যেখানে তিন উইকেট হারিয়েছিল ভারত। দ্বিতীয় সেশনেই অল আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। ১৭৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। চারটে করে উইকেট নেন মার্কো জ্যানসেন এবং কাগিসো রাবাদা। এছাড়া দুটো উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩০৪ রানে এগিয়ে রয়েছে কোহলি ব্রিগেড। এই ইনিংসে ৩৪ রান করেন ঋষভ পান্থ।
এই টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জেতার জন্য ৩০৫ রান করতে হবে। তবে এই লক্ষ্য একেবারেই অভেদ্য নয়। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পারফরম্যান্সের উপরে অবশ্যই নজর থাকবে। সেঞ্চুরিয়নে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। তবে এই উইকেটের চরিত্র যে ফাস্ট বোলারদের এভাবে সাহায্য করবে, সেটা কেউই কল্পনা করতে পারেনি।
বুধবার ভারতীয় ব্যাটাররা কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। একমাত্র ঋষভ পান্থ দ্বিতীয় ইনিংসে সবথেকে বেশি রান করেছেন। আজ এখনও ৫১ ওভারের খেলা বাকি রয়েছে। ভারতীয় ব্যাটারদের প্রোটিয়া পেসাররা যথেষ্ট সমস্যায় ফেলেছিলেন। কাগিসো রাবাদা ৪২ রানে ৪ উইকেট শিকার করেছেন। অন্যদিকে অভিষেক ম্য়াচে খেলতে নামা মার্কো জ্যানসেন ৫৫ রানে নেন চার উইকেট এছাড়া জোড়া উইকেট শিকার করেছেন জোড়া উইকেট। প্রথম ইনিংসে তিনি ৬ উইকেট শিকার করেছিলেন। এবার ভারতীয় পেসাররা এই উইকেটে কেমন পারফরম্যান্স করেন, সেইদিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে।