Monday, March 17, 2025
বাড়িখেলা‘পরের লড়াই জার্মানিতে’, ম্যান সিটিকে হুমকি দিয়ে রাখলেন টুখেল

‘পরের লড়াই জার্মানিতে’, ম্যান সিটিকে হুমকি দিয়ে রাখলেন টুখেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ এপ্রিল: ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টুখেলের কোচিংয়েই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জয় করে চেলসি। তবে এবার কোয়ার্টার ফাইনালে পেপ গুয়ার্দিওলার দলের সঙ্গে খুব একটা পাত্তাই পায়নি টুখেলের বায়ার্ন। প্রথম লেগেই তিন গোলের ব্যবধানের জয়ে বলা যায় সেমি-ফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে সিটি।তবে ম্যাচের ফলকে ন্যায্য মনে করছেন না টুখেল। দলকেও তাই তিনি পরামর্শ দিচ্ছেন ফল থেকে চোখ সরিয়ে পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলোয় তাকাতে।“এই ম্যাচের ফলাফলে ছেলেদের গুরুত্ব দিতে দেব না আমি। এই ফল আমাদের প্রাপ্য ছিল না, গোটা ম্যাচের গল্প ফুটে উঠছে না এতে। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। যদিও সেই ইতিবাচক দিকগুলোয় নজর দেওয়া অবশ্য কঠিন হবে এমন ফলের পর। তবে আমরা সাহস ও দারুণ মানসিকতা নিয়ে খেলেছি, যথেষ্ট মানসম্পন্ন ছিল আমাদের খেলা।”এমন পরাজয়ের হতাশা অবশ্য লুকাননি তিনি। এমন বড় ব্যবধান ঘুচিয়ে দেওয়ার চ্যালেঞ্জও তিনি জানে। তবে মুষড়ে না পেরে লড়াইয়ের ঘোষণাও দিয়ে রাখলেন বায়ার্ন মিউনিখ কোচ।“অবশ্যই সবাই হতাশ। তবে আমাদের অনুভূতি মিশ্র। ছেলেদের সঙ্গে কথা বলেছি আমি এবং তাদের মনে হচ্ছে না যে ৩-০ হওয়ার মতো খেলেছে তারা। তবে বাস্তবে এটা ৩-০, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক অনেক বড় চ্যালেঞ্জ।”“তবে আমরা হাল ছাড়ব না। লড়াই করব। আর জার্মানিতে ঘরের মাঠে খেলা মানে জার্মানিতে ঘরের মাঠে খেলা। খেলা শেষে ড্রেসিং রুমে ফেরার আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই।”বায়ার্নের মাঠে পরের লেগের লড়াই আগামী বুধবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য