Friday, March 21, 2025
বাড়িখেলাপিএসজির আরেকটি হারে জমে উঠছে শিরোপা লড়াই

পিএসজির আরেকটি হারে জমে উঠছে শিরোপা লড়াই

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ এপ্রিল: লিগ ওয়ানে গতবারের চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ।আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিওঁর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল পিএসজি। রোববার রাতে শেষ দিকে অনেক আক্রমণ করেও ওই ব্যবধান আর ঘোচাতে পারেনি তারা।আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠেই রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন কমে দাঁড়িয়েছে ছয়ে।২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই।

ম্যাচের শুরুতেই দারুণ একটি সুযোগ পেয়ে যায় পিএসজি, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের কোণায় ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মারেন ভিতিনিয়া।পাঁচ মিনিট পর এমবাপে নিজেই নষ্ট করেন আরেকটি নিশ্চিত সুযোগ। ডি-বক্সে মেসির সঙ্গে ওয়ান-টু খেলে চিপ শটে গোলরক্ষককে ফাঁকি দেন ফরাসি ফরোয়ার্ড, তবে দূরের পোস্টের বাইরে দিয়ে যায় বল।পঞ্চদশ মিনিটে উল্টো বিপদে পড়তে পারতো পিএসজি। তবে পাল্টা আক্রমণে ওঠে বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লিওঁর মিডফিল্ডার মেন্দেস। তিন মিনিট পর আবার পিএসজির বক্সে হানা দেয় সফরকারীরা। অবশ্য একজনকে কাটানোর পর ভারসাম্য হারিয়ে দুর্বল শট নেন আলেকসঁদ লাকাজেত।৩৬তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন লিওঁর ফরোয়ার্ড বার্কোলা। কিন্তু শট নেওয়ার আগমুহূর্তে পিছলে পড়ে যান তিনি। পাশেই থাকা লাকাজেত শট নিতে ছুটে গেলে তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, পেনাল্টি পায় লিওঁ। স্পট কিক পোস্টে মেরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে এগিয়ে যায় লিওঁ। ডান দিক থেকে সতীর্থের দূরের পোস্টে বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। তার কাছাকাছি থাকলেও চোট কাটিয়ে ফেরা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি ধীরগতির কারণে কোনোরকম চ্যালেঞ্জই জানাতে পারেননি।বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও আক্রমণে তেমন দাপট দেখাতে পারছিল না পিএসজি। তিন মিনিটের ব্যবধানে দুবার দ্বিতীয় গোল হজম থেকে বেঁচে যায় তারা। ৬৭তম মিনিটে বার্কোলার জোরাল শট ঝাঁপিয়ে ফেরানোর পর মুসা দেম্বেলের কাছ থেকে নেওয়া শটও ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন লিওঁ গোলক্ষক।২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিওঁ।দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল পিএসজি। এর আগে সবশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে লিগে টানা দুই ম্যাচ হেরেছিল পিএসজি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য