Saturday, March 22, 2025
বাড়িখেলাএশিয়া কাপ আর্চারির ফাইনালে হাকিম–দিয়া

এশিয়া কাপ আর্চারির ফাইনালে হাকিম–দিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৭ মার্চ: এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী।চীনা তাইপেতে আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এ সুবাদে বাংলাদেশ টুর্নামেন্টে একটি রুপার পদকও নিশ্চিত করল।তিন সেটের খেলায় প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে বাংলাদেশ হারায় অস্ট্রেলিয়াকে। পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। শেষ সেটে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে মালয়েশিয়াকে। আগামী ১৯ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

দলগত ইভেন্টে ভালো করলেও ব্যক্তিগত ইভেন্টে কিছুটা হতাশ করেছেন বাংলাদেশের আর্চাররা।রিকার্ভের ছেলেদের এককের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স স্মিথের কাছে হেরেছেন সাগর ইসলাম। তিনি হেরেছেন ২-৬ সেট পয়েন্টে। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ম্যাকাওয়ের তাম চি চংয়ের বিপক্ষে। তিনি জিতেছেন ৬-২ সেট পয়েন্টে। অবশ্য দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জাই ক্রাউলির কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নেন ।

তবে মিশ্র দ্বৈত ইভেন্টের মতো হাকিম আহমেদ উজ্জ্বল রিকার্ভের একক ইভেন্টেও। তিনি দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দেন থাইল্যান্ডের উইথায়া থামওংকে ৬-২ সেট পয়েন্টে। প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিমের প্রতিপক্ষ চীনা তাইপের হুয়াং লি চেং।ছেলেদের কম্পাউন্ড একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে হারিয়ে দেন কাজাখস্তানের মীর্জামেতভ বুনউদকে। প্রথমে ১৪৬-১৪৬ পয়েন্টে ম্যাচটি ড্র হয়। এরপর টাইব্রেকারে আশিকুজ্জামান ১০-৯ পয়েন্টে হারান বুনউদকে। প্রি-কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ফিলিপাইনের ডে লা ক্রজ পল মার্টন।মেয়েদের রিকার্ভের এককে দিয়া সিদ্দিকী প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। তিনি দ্বিতীয় রাউন্ডে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন চীনা তাইপের লি চাই সুয়ানকে। মেয়েদের কম্পাউন্ড ইভেন্টের এককে প্রথম রাউন্ডে শ্যামলী রায় ১৪২-১৩৭ পয়েন্টে হারিয়ে দেন চীনা তাইপের চেন ফাং ইকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য