Wednesday, March 19, 2025
বাড়িখেলামা হারালেন কামিন্স

মা হারালেন কামিন্স

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ মার্চ: ক্যানসারে আক্রান্ত ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অসুস্থতা বেড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই দেশে রওনা দেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত চলেই গেলেন তাঁর মা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ খবর জানিয়েছে। চলমান আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরেছে।ক্রিকেট অস্ট্রেলিয়া প্যাট কামিন্স ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছে, ‘প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্সের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। প্যাট ও তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে সমবেদনা। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে।’

শুক্রবার আহমেদবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্যাট কামিন্সের মায়ের মৃত্যুর খবর জানান দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। নাগপুর ও দিল্লি টেস্টে কামিন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর মায়ের অসুস্থতা গুরুতর আকার ধারণ করলে তিনি দেশে ফিরে যান। কথা ছিল তৃতীয় টেস্ট শুরুর আগেই তিনি ভারতে ফিরবেন। তবে মায়ের অসুস্থতা তীব্রতর হয়ে উঠলে সেখানেই থেকে যান। ইন্দোর টেস্টে কামিন্সের বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ

 আহমেদাবাদেও দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।মায়ের অসুস্থতাকে এক পাশে সরিয়ে রেখে প্যাট কামিন্স অস্ট্রেলীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতে। সতীর্থ পিটার হ্যান্ডসকম্ব প্যাট কামিন্সের মানসিক দৃঢ়তার কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘মায়ের অসুস্থতা মাথায় নিয়েও সে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছে এবং জেতার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে। এটাই বলে দিচ্ছে প্যাট কামিন্স কতটা দৃঢ় মানসিকতাসম্পন্ন মানুষ।’২০২০-২১ মৌসুমে ভারত সিরিজের সময় প্যাট কামিন্সের মতো ক্যানসারে আক্রান্ত বাবাকে হারিয়েছিলেন মিচেল স্টার্ক। তিনি প্যাট কামিন্সের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘তাঁর এখন পরিবারের সঙ্গেই থাকা উচিত। পরিবারকে মানসিক সমর্থন জানানোটাই বেশি জরুরি।’টেস্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্বেও আছেন কামিন্স। আহমেদাবাদ টেস্ট শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য