Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদনেপালের নতুন প্রেসিডেন্ট হলেন রামচন্দ্র পৌডেল

নেপালের নতুন প্রেসিডেন্ট হলেন রামচন্দ্র পৌডেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ মার্চ: নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামচন্দ্র পৌডেল। তিনি ৩৩ হাজার ৮০০ ভোটের পাশাপাশি ২টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুভাষচন্দ্রা লেমবার্গ পেয়েছেনস ১৫ হাজার ৫০০ ভোট ও ১৮ ইলেকটোরাল ভোট। নেপালের নির্বাচন কমিশন এ তথ্য দিয়েছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে লড়াই ছিল মূলত দুটি রাজনৈতিক দলের। নেপালি কংগ্রেস নেতা রামচন্দ্র পৌডেল এবং সিপিএনের (ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষচন্দ্রা লেমবার্গ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফেডারেল পার্লামেন্টের ৩১৩ জন সদস্য ভোটে অংশ নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট বাছাই করার জন্য প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে ৫১৮ জন সদস্যও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক বিধানসভা—সব মিলিয়ে ৫২ হাজার ৭৮৬ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য