Wednesday, January 15, 2025
বাড়িখেলাঅস্ট্রেলিয়ার বদলে যাওয়ার রহস্য ভাঙলেন স্মিথ

অস্ট্রেলিয়ার বদলে যাওয়ার রহস্য ভাঙলেন স্মিথ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ মার্চ: বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর জিতল অস্ট্রেলিয়া। নাগপুর আর দিল্লির প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে হেরেছে, তাতে আত্মবিশ্বাস নিয়ে সিরিজের বাকি ম্যাচ খেলে যাওয়াটাই কঠিন মনে হচ্ছিল স্মিথলাবুশেনদের জন্য।কিন্তু ইন্দোরে এসেই ভোজবাজির মতো বদলে গেল দৃশ্যপট। উইকেটের সুবিধা আদায় করে স্টিভ স্মিথের দল টেস্টটা জিতেছে। গত এক দশকে এটি ঘরের মাঠে ভারতের তৃতীয় হার। এই দশকে ঘরের মাঠে মোট ১৫টি টেস্ট সিরিজ জিতেছে ভারতঘুরে দাঁড়িয়ে জয় পরের টেস্টে অস্ট্রেলিয়াকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘সিরিজের আর একটি টেস্ট ম্যাচ বাকি আছে। এই জয়ে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে আত্মবিশ্বাস ফিরে আসবে।’নাগপুর ও দিল্লির প্রথম দুই টেস্টে ভারতীয় স্পিনের বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্টে একেবারে প্রথম বল থেকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল অস্ট্রেলিয়াকে। মায়ের অসুস্থতার কারণে প্রথম দুই টেস্টের পর নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে চাপে স্টিভ স্মিথের। প্রথম দিনের প্রথম ওভারে রিভিউ নিতে গিয়ে দুটি ভুল করা ছাড়া ইন্দোরে স্মিথ অধিনায়কত্ব করেছেন দুর্দান্তই। কামিন্সের সঙ্গে স্মিথের অধিনায়কত্বের তুলনায় মনে হয়েছে, স্মিথ ভারতের উইকেটের কন্ডিশনটা অনেক ভালো বোঝেন। ম্যাচ শেষে সেটিই জিজ্ঞাসা করা হয়েছিল স্মিথকে। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক কোনো বিনয়ে যাননি, সোজাসাপটাই বলে দিয়েছেন, ভারতীয় কন্ডিশনটা তিনি ভালো বোঝেন, ‘এই কন্ডিশনে আমি অধিনায়কত্ব উপভোগ করি। কারণ, আমি কন্ডিশনটা বেশ ভালো বুঝি। এখানকার কন্ডিশনটা দুনিয়ার অন্য যেকোনো জায়গা থেকে আলাদা।’ইন্দোরে অস্ট্রেলিয়া বাড়তি এমন কী করেছে, যা নাগপুর ও দিল্লিতে করতে পারেনি। স্মিথ মনে করেন, নাগপুর ও দিল্লির তুলনায় ইন্দোরে বেশি সময় ধরে ব্যাট করতে পেরেছে অস্ট্রেলিয়া। আর সেটিই পার্থক্য গড়ে দিয়েছে, ‘আমরা এই টেস্টে নাগপুর আর দিল্লির তুলনায় মনে হয় একটু বেশি সময় ধরে ব্যাটিং করেছি।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য