Wednesday, April 24, 2024
বাড়িখেলানিজেদের স্পিন ফাঁদে আটকা ভারত, দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার

নিজেদের স্পিন ফাঁদে আটকা ভারত, দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ মার্চ: ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজে ভারত এখনও ২-১ ব্যবধানে এগিয়ে। তবে শেষ টেস্টে সিরিজ ড্র করার হাতছানি আছে অস্ট্রেলিয়ার। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলল তারা। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতই।ভারতের সবশেষ ১৮ টেস্টে অস্ট্রেলিয়ায় মাত্র দ্বিতীয় জয় এটি।ভারত এবার আটকে গেল নিজেদের পাতা স্পিন ফাঁদেই। ম্যাচের প্রথম দিনেই ভারতকে ১০৯ রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত রচনা করে অস্ট্রেলিয়া। পরে তাদের ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামলেও লিড পায় তারা ৮৮ রানের। দ্বিতীয় ইনিংসে ন্যাথান লায়নের ৮ উইকেট তৈরি করে দেয় জয়ের মঞ্চ। 

ম্যাচের তৃতীয় সকালে শুক্রবার ৭৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে। ৬ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন হেড, ৬ চারে ২৮ রানে অপরাজিত লাবুশেন। ইনিংসের দ্বিতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন খাওয়াজা। অশ্বিন-জাদেজার স্পিনে এরপর সাবধানী ব্যাটিংয়ের পথ বেছে নেন হেড ও লাবুশেন। প্রথম ১০ ওভারে স্রেফ ১ বাউন্ডারিতে রান আসে ১৩। একাদশ ওভারে অশ্বিনকে তিন বলের মধ্যে ছক্কা ও চার মারেন হেড। পরের ওভারে দুজন মিলে জাদেজাকে মারেন দুটি বাউন্ডারি। সব জড়তাও যেন কেটে যায়। এরপর বাউন্ডারি আসতে থাকে নিয়মিতই। কেটে যায় তাদের সব শঙ্কাও।অশ্বিনের বলে লাবুশেনের বাউন্ডারিতে শেষ হয় ম্যাচ। হেড অপরাজিত থেকে যান ফিফটির দুয়ারে গিয়ে। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা ন্যাথান লায়ন।নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়ার এই জয় এলো স্টিভেন স্মিথের নেতৃত্বে। কামিন্স অধিনায়ক হওয়ার পর তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে তিন ম্যাচের তিনটিই জিতল অস্ট্রেলিয়া। 

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত ১ম ইনিংস১০৯ 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৭ 

ভারত ২য় ইনিংস: ১৬৩ 

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৭৬ ) ১৮.৫ ওভারে ৭৮/৩ (খাওয়াজা ০, হেড ৪৯*, লাবুশেন ২৮*; অশ্বিন ৯.৫-৩-৪৪-১, জাদেজা ৭-১-২৩-০, উমেশ ২-০-১০-০)। 

ফলঅস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী। 

সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। 

ম্যান অব দা ম্যাচ: ন্যাথান লায়ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য