Saturday, January 18, 2025
বাড়িখেলাটটেনহ্যামের বিপক্ষে মিলানের ‘প্রথম’

টটেনহ্যামের বিপক্ষে মিলানের ‘প্রথম’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ ফেব্রুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে মিলান। ঘরের মাঠ সান সিরোয় মঙ্গলবার রাতে একমাত্র গোলটি করেছেন ব্রাহিম দিয়াস।আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে হবে ফিরতি লেগ।ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় মিলান। থিও এঁরনদেজের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন হটস্পার গোলরক্ষক ফ্রেজার ফস্টার। ফিরতি বলে দিয়াসের শটও কোনোমতে ব্যর্থ করে দেন তিনি। কিন্তু ফিরতি বলে ডাইভিং হেডে জাল খুঁজে নেন দিয়াস।শুরুতে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রিমিয়ার লিগের দলটিকে। তবে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা।বল দখল ও আক্রমণে এগিয়েও যায়। কিন্তু শট ও লক্ষ্যে রাখা শটের বিবেচনায় এগিয়ে ছিল মিলান। ওই একটি গোল ছাড়া কোনো গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষায় পড়তে হয়নি।দ্বিতীয়ার্ধেও লম্বা সময় খেলা চলে একইভাবে। আক্রমণে ধার বাড়াতে রিশার্লিসনকে নামান টটেনহ্যাম কোচ কন্তে। অন্য দিকে জোড়া পরিবর্তন আনেন মিলান কোচ স্তেফানো পাইওলি। এক মিনিটের মধ্যে দুই জনই পান দারুণ দুটি সুযোগ!৭৮তম মিনিটে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি চার্লস ডে কেটেলারে। পরের মিনিটে ফ্রি কিক থেকে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় জুনিয়র মেসিয়াহর হেড। একটু এদিক-সেদিক হলে স্কোরলাইন হয়ে যেতে পারত ৩-০।এরপর যেন জমে ওঠে ম্যাচ। গোলের জন্য মরিয়া দেখা যায় দুই দলকেই। তবে আর জালের দেখা পায়নি কোনো দলই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য