Thursday, January 16, 2025
বাড়িখেলাতুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার হাত বাড়ালেন নাপোলি ডিফেন্ডার

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার হাত বাড়ালেন নাপোলি ডিফেন্ডার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৩ ফেব্রুয়ারি: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে অন্য সবার মতো মন কাঁদছে দক্ষিণ কোরিয়ার ফুটবলার কিম মিন-জেরও। গত মৌসুমে তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়ে খেলেছিলেন কিম। এ মৌসুমের শুরুতে নাপোলিতে যোগ দেওয়া এই কোরিয়ান ডিফেন্ডার তাই তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তিনি দান করেছেন ৭৫ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ লাখ)।দি কোরিয়ান কমিটি ফর ইউনিসেফ জানিয়েছে, কিম এই অর্থ তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন। কিমের অর্থগুলো দিয়ে মূলত দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি ভিত্তিতে সহায়তা করা হবে।৬ ফেব্রুয়ার ঘটে এই ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এ বিপর্যয়ে তুরস্কে প্রাণ হারিয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। বাড়িঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। খেলাধুলার সঙ্গে জড়িত থাকা অনেকে বেঁচে নেই। এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় কদিন আগে তুরস্কের তারকা ফুটবলার মেরিহ ডেমিরাল ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষরিত জার্সি নিলামে তোলেন। নিলাম থেকে আয় হওয়া অর্থ তিনি দান করতে চান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। জুভেন্টাস অধিনায়ক লিওনার্দো বোনোচ্চিও এ ঘটনার পর ডেমিরালের পাশে দাঁড়িয়েছেন। বোনাচ্চির স্বাক্ষরিত জার্সিও অনুদানের জন্য তোলার কথা ভাবা হচ্ছে।তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে জরুরি অবস্থা জারি করা হয়েছে সে দেশে। ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে পড়ে আছেন। দেশটি ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আগে কখনোই দেখেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য