Friday, January 24, 2025
বাড়িখেলাবল হাতে নিয়ে আঙুলে কী মাখাচ্ছিলেন জাদেজা

বল হাতে নিয়ে আঙুলে কী মাখাচ্ছিলেন জাদেজা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের প্রথম দিনে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, ওই ওভারের বোলিং শুরুর আগে মোহাম্মদ সিরাজের আঙুলের উপরিভাগ থেকে কিছু একটা নিয়ে নিজের বাঁহাতে তর্জনিতে মাখাচ্ছেন জাদেজা। ওই ফুটেজে অবশ্য বলে কিছু মাখাতে দেখা যায়নি জাদেজাকে। তবে বল ধরা ছিল তার ওই হাতেই।অস্ট্রেলিয়ার রান ছিল তখন ৫ উইকেটে ১২০। জাদেজা ততক্ষণে মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথের উইকেট শিকার করে ফেলেছেন।এই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মূলধারার সংবাদমাধ্যমেও তা উঠে আসে। বল টেম্পারিংয়ের সন্দেহের ছাপ থাকে বেশ কিছু খবরে।তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দিনের খেলা শেষ হতেই জাদেজা, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও দলীয় ম্যানেজারকে ওই ফুটেজ দেখান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। কোনো অভিযোগ অবশ্য আনেননি ম্যাচ রেফারি, ঘটনাটি স্রেফ ভারতীয় দলের নজরে আনছিলেন তিনি।অস্ট্রেলিয়া দল থেকেও কোনো অভিযোগ করা হয়নি বা ম্যাচ রেফারিকে কিছু জানানো হয়নি। তবে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রয়োজন মনে করলে ম্যাচ রেফারি নিজে থেকেও কিছু খতিয়ে দেখতে পারেন।ক্রিকেটের আইন অনুযায়ী, আঙুলে যে কোনো ধরনের কিছু মাখাতে বা লাগাতে হলে আম্পায়ারদের অনুমতি নিয়ে নিতে হয়, যাতে বলের বিকৃতি না হওয়া নিশ্চিত করা যায়। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনে বৃহস্পতিবার ৪৭ রানে ৫ উইকেট নেন জাদেজা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দেয় ভারত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য