Sunday, May 25, 2025
বাড়িখেলাআর্চারির দিয়া দুর্দান্ত পড়াশোনাতেও, এইচএসসিতে পেলেন জিপিএ–৫

আর্চারির দিয়া দুর্দান্ত পড়াশোনাতেও, এইচএসসিতে পেলেন জিপিএ–৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ ফেব্রুয়ারি: খেলার মাঠে তো নিয়মিতই পদক আনছেন দিয়া সিদ্দিকী। এবার পড়াশোনাতেও দুর্দান্ত দেশসেরা এই আর্চার। আজ সারা দেশের সব কটি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে। বিকেএসপির শিক্ষার্থী দিয়া সিদ্দিকী বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ–৫।ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যস্ত সূচি সামলেও পড়াশোনাটা ঠিকই করে গেছেন মনোযোগ দিয়ে। এমন ফলে উচ্ছ্বসিত দিয়া, ‘আমার এই ফলাফলে বেশি খুশি হয়েছেন আমার আব্বু ও আম্মু। কারণ, ওনারা চাইতেন আমি যেন ডাক্তার হতে পারি। কিন্তু খেলাধুলায় এসে তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। এবার জিপিএ–৫ পেয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছি।’

সারা বছরই টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে থাকতে হয় দিয়াকে। এর ওপর বিদেশে টুর্নামেন্টে খেলতে গেলে পড়াশোনার বিঘ্ন ঘটাই স্বাভাবিক। কিন্তু তারপরও অনুশীলন ও প্রতিযোগিতার পাশাপাশি পড়াশোনার ক্ষতিটা যতটা সম্ভব পুষিয়ে দিতে চাইতেন দিয়া, ‘দেশের বাইরে খেলতে গেলে পড়াশোনা করার কোনো সুযোগ নেই। কিন্তু দেশে ফিরে ওই পড়াশোনাটুকু পুষিয়ে নেওয়ার চেষ্টা করতাম। পড়াশোনায় আমার ক্লান্তি নেই। একটু কষ্ট হলেও অনুশীলনের পর পড়তে বসতাম। আমার এত দিনের পরিশ্রমের ফল পেয়েছি। খুবই ভালো লাগছে।’পরীক্ষার ফলাফল পেয়েই সবার আগে দিনাজপুরে বাবা নূর আলম সিদ্দিকীকে ফোন করে জানিয়েছেন দিয়া। কিন্তু এই খুশির খবর পরিবারের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারছেন না। আগামী মাসে এশিয়া কাপ স্টেজ ওয়ান টুর্নামেন্টে খেলতে চীনা তাইপে যাবেন। এ জন্য কাল জুনিয়র র‌্যাঙ্কিংয়ের বাছাইয়ে অংশ নিতে হবে দিয়াকে, ‘আমি চেয়েছিলাম কাল বাড়িতে যাব। কিন্তু র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ট্রায়ালের কারণে হয়তো যাওয়া হবে না। এবার পুরোদমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে চাই।’কদিন আগেই দিয়া তীর-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারে ২০২১ সালে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকের আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন দিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!