স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ ফেব্রুয়ারি: শেষ দিনে একটা সময় ধারণা করা হচ্ছিল, আলোচনা এবারের মতো হয়তো ভেস্তে যাচ্ছে। শেষ পর্যন্ত গ্রিনিচ মান সময় ২৩টার কিছু সময় আগে বেনফিকা বিবৃতি দিয়ে জানায় চূড়ান্ত সিদ্ধান্তের কথা। ১২ কোটি ১০ লাখ ইউরো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে পায় চেলসি।ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যাওয়া জ্যাক গ্রিলিশের ছিল আগের রেকর্ড। চেলসির সঙ্গে ফের্নান্দেসের চুক্তি সাড়ে আট বছরের। ২০৩১ সালে শেষ হবে এই মেয়াদ।
গত বছর রিভার প্লেট থেকে ১ কোটি ইউরোতে ফের্নান্দেসকে দলে নিয়েছিল বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির হয়ে প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখান তিনি। বয়সভিত্তিক পর্যায়ের পারফরম্যান্স তো ছিলই। কাতার বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এরপর বিশ্বকাপে নজর কাড়েন দুর্দান্ত পারফরম্যান্সে। আর্জেন্টিনার শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল তার। টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতিও পান তিনি।১ কোটি ইউরোর ফের্নান্দেসের দাম তাই বাড়তে থাকে তরতরিয়ে। বিশ্বকাপের পর চেলসির সঙ্গে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে নিযে আগ্রহী ছিল বলে গুঞ্জন ছিল সংবাদমাধ্যমে। তবে দৌড়ে টিকে থাকে কেবল চেলসিই। এক পর্যায়ে যদিও সেই আলোচনাও ভেস্তে গেছে বলে খবর হয়েছিল। তবে চেলসি নতুন প্রস্তাব নিয়ে আবার আলোচনা শুরু করে এবং শেষ পর্যন্ত লক্ষ্য পূরন করেই ছাড়ে। ফের্নান্দেসকে দিয়ে স্রেফ জানুয়ারির দলবদলেই ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করে ফেলল চেলসি। মাঠের ফুটবলে চলতি মৌসুমে ধুঁকতে থাকা দল এই মাসে দলে এনেছে ৮ ফুটবলারকে।প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এখন ১০ নম্বরে আছে চেলসি।