ক্রীড়া প্রতিনিধি ।। মণিশঙ্কর মুড়া সিং-এর দাপটে পর্যুদস্ত নাগাল্যান্ড। টানা ৪ ম্যাচে জয় পেয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ত্রিপুরা। মঙ্গলবার শেষ ম্যাচে মেঘালয়কে হারাতে পারলেই একবছর বাদে আবার এলিট গ্রুপে খেলার স্বপ্ন পূরণ হয়ে যাবে। রবিবার জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ১০ উইকেটে হারায় নাগাল্যান্ডকে। প্রতিপক্ষের মাত্র ৪৮ রানের জবাবে রাজ্যদল ২৩৯ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্যদলের মণিশঙ্কর ৫ উইকেট দখল করে ১৯ রানের বিনিময়ে।
এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক কে ভি পবন নাগাল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শুরু থেকেই বিপক্ষের উপর স্ট্রিম রোলার চাপায় ত্রিপুরার তিন পেসার মণিশঙ্কর, রাণা দত্ত এবং অজয় সরকার। ওই ত্রয়ীর ঝড়ো আক্রমণে ক্রমাগত উইকেট হারাতে থাকে নাগাল্যান্ড। সবথেকে বেশী বিধ্বংসী ছিলেন সাবেক অধিনায়ক মণিশঙ্কর। একসময় দলের ১৫ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিলো নাগাল্যান্ড। এরমধ্যে ৬ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন মণিশঙ্কর। শেষ পর্যন্ত ৪৮ রান করতে সক্ষম হয় নাগাল্যান্ড। দলের পক্ষে ইমলিওয়াতি সর্বোচ্চ ১৬ রান করে ২৪ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে। এছাড়া, দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। রাজ্যদলের পক্ষে মণিশঙ্কর ছাড়া রাণা দত্ত (২/৯) এবং অজয় সরকার (২/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরার দুই ওপেনার সমিত গোহিল এবং সম্রাট সিনহা ৬১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। সম্রাট ২৬ বল খেলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং সমিত ৩৫ বল খেলে ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। ৪ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৬।