Sunday, January 19, 2025
বাড়িখেলাপ্রেমিকার চড় খাওয়ায় ভারতে ধারাভাষ্য থেকে বাদ পড়তে পারেন ক্লার্ক

প্রেমিকার চড় খাওয়ায় ভারতে ধারাভাষ্য থেকে বাদ পড়তে পারেন ক্লার্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১জানুয়ারি:প্রেমিকা জেড ইয়ারব্রো চড় মেরেছেন মাইকেল ক্লার্ককে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ জানিয়েছে, জনসাধারণের সামনে বিতর্কিত এই ঘটনার জন্য অস্ট্রেলিয়া দলের আসন্ন ভারত সফরে ধারাভাষ্য দল থেকে বাদ পড়তে পারেন ক্লার্ক। ভারতের সংবাদমাধ্যমও একই খবর জানিয়েছে।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, চার টেস্টের এই সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। সেখানে ধারাভাষ্য দলে ৪১ বছর বয়সী ক্লার্ককে রাখা হবে কি না, তা পুনরায় মূল্যায়ন করছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডার-গাভাস্কার ট্রফি নামের চার টেস্টের এই সিরিজে ধারাভাষ্য-চুক্তি থেকে দেড় লাখ ডলার আয়ের সুযোগ আছে ক্লার্কের। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ধারাভাষ্য দলে ম্যাথু হেইডেন ও ক্লার্কের থাকার কথা।বিসিসিআই অতীতেও নিজেদের শর্তের সঙ্গে না মেলায় ধারাভাষ্য চুক্তি থেকে বেশ কয়েকজনকে বাদ দিয়েছে। অস্ট্রেলিয়ায় এ সিরিজ প্রচার করবে ফক্স স্পোর্টস। ফক্স স্পোর্টসের কাছে বৈশ্বিক ধারাভাষ্য দল সম্পর্কে জানতে চেয়েছিল নিউজ ডটকম ডটএইউ।

কিন্তু ফক্স স্পোর্টস এ নিয়ে কোনো মতামত দেয়নি। ক্লার্ক ধারাভাষ্য-চুক্তি হারালে সেটি হবে তাঁর জন্য আরেকটি বড় ধাক্কা। গত বুধবার ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টা পর একটি প্রসাধনী ব্র্যান্ড তাঁর সঙ্গে স্পনসর চুক্তি বাতিল করে। স্কাই স্পোর্টস রেডিওর অনুষ্ঠান ‘দ্য বিগ স্পোর্টস ব্রেকফাস্ট’-এ সোমবার উপস্থিত হয়ে বিতর্কিত সেই ঘটনা নিয়ে কথা বলবেন ক্লার্ক। স্কাই স্পোর্টস রেডিওর মালিক প্রতিষ্ঠান ট্যাবকর্পের এক মুখপাত্র নিউজ ডটকম ডটএইউকে বলেছেন, কর্মীর ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করবে না প্রতিষ্ঠান।কুইন্সল্যান্ডের নোসায় ছুটি কাটাতে গিয়ে রাতে খাবার খাওয়ার সময় ক্লার্কের ওপর চড়াও হন তাঁর প্রেমিকা জেড ইয়ারব্রো। সাবেক প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার পিপ এডয়ার্ডসের সঙ্গে সম্পর্ক এখনো আছে—ক্লার্কের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ইয়ারব্রো।ভিডিওতে দেখা যায় ইয়ারব্রো চিৎকার করে বলছেন, ‘ওকে (পিপ) তুমি নিজের সঙ্গে ভারতে নিয়ে যেতে চাও। আমি খুদে বার্তা পড়েছি। বলেছ “ পিপ, তুমিই আমার জীবনের প্রেম। আমার সঙ্গে ভারতে চলো।”’ এ সময় ক্লার্কের প্রেমিকার বোন ও তাঁর স্বামী উপস্থিত ছিলেন।অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা ক্লার্ক পরে নিজ আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। দ্য ডেইলি টেলিগ্রাফ তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘সেই কথা–কাটাকাটিতে আমার আচরণ ছিল লজ্জাজনক এবং অনুশোচনা করার মতো। এর সম্পূর্ণ দায়ভার আমার এবং ভুলটা আমিই করেছি।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য