Saturday, January 25, 2025
বাড়িখেলামেসি–রোনালদোদের সঙ্গে অমিতাভ বচ্চনের ‘দারুণ সন্ধ্যা’

মেসি–রোনালদোদের সঙ্গে অমিতাভ বচ্চনের ‘দারুণ সন্ধ্যা’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০জানুয়ারি:রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল রাতে বসেছিল তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের সেই তারার মেলাতে সবার চোখ আলাদা করে আটকেছে আরেক তারকার দিকে। তিনি অবশ্য ফুটবলের কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে ভারতীয় সিনেমা জগতের জীবন্ত কিংবদন্তি কাল পিএসজি ও রোনালদোর নেতৃত্বাধীন রিয়াদ অলস্টারের ম্যাচে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। ম্যাচ শুরুর আগে তিনি হাত মিলিয়েছেন মেসি–রোনালদো–এমবাপ্পে–নেইমারদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথাও বলেছেন। বলিউড অভিনেতা নিজেই মেসি–রোনালদোদের সঙ্গে তাঁর হাত মেলানো ও পিএসজি–রিয়াদ অলস্টার ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে টুইট করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেরা যে ম্যাচে এক সঙ্গে খেলছেন, সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকতে পেরে।

অমিতাভ বচ্চন তারকা ফুটবলারদের সঙ্গে হাত মেলানোর ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘রিয়াদে কী দারুণ এক সন্ধ্যা! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমাররা সবাই একসঙ্গে খেলছেন….কী দুর্দান্ত এক ব্যাপার…আর আমি আমন্ত্রিত অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করলাম…পিএসজি বনাম রিয়াদ সিজনস (অলস্টার)। অবিশ্বাস্য!’টুইটারে অমিতাভ বচ্চনের এই পোস্টে সিনেমাপ্রেমীদের অনেকেই মন্তব্য করেছেন। পুরো বিষয়টিই তাঁদের কাছে চমক। কেউ কেউ বলছেন, ‘ফুটবলের সর্বকালের সেরার সঙ্গে হাত মেলালেন সিনেমার সর্বকালের সেরা অভিনেতা।’ কেউ আবার মজা করেই বলেছেন, ‘মেসি–রোনালদোদের কী ভাগ্য! তাঁরা সর্বকালের সেরা অভিনেতার দেখা পেলেন, তাঁর সঙ্গে হাত মেলালেন।’বচ্চন পরিবারের ক্রীড়াপ্রেম নতুন কিছু নয়। অভিষেক বচ্চন ভারতের ফ্র্যাঞ্চাইজি ফুটবল ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চেন্নাইয়ান এফসি নামের একটি ক্লাবের স্বত্বাধিকারী। এই ক্লাবটি ভারতীয় ফুটবলের শীর্ষ পর্যায়ে বেশ কয়েক বছর ধরে খেলছে। এই দলে ভারতীয় জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। অমিতাভ বচ্চন ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খুব আগ্রহ নিয়েই দেখেন। ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে তাঁকে অনেকবারই টুইটারে সরব ভূমিকা নিতে দেখা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য