Friday, March 29, 2024
বাড়িখেলাক্ষুব্ধ শিষ্যদের হাত থেকে রেফারিকে বাঁচালেন কোচ

ক্ষুব্ধ শিষ্যদের হাত থেকে রেফারিকে বাঁচালেন কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জানুয়ারি: ম্যাচ শেষ হতেই রেফারি কাদির সাগলামের দিকে অনেকটা তেড়ে গেলেন আন্তালিয়াসপুরের বেশ কয়েক জন খেলোয়াড়। তাদের মনোভাব বুঝতে পেরে আগেই ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন দলটির কোচ নুরি শাহিন!বিরল এই ঘটনা দেখা গেছে তুরস্কের সুপার লিগের এক ম্যাচে। মঙ্গলবার রাতে শীর্ষ দল ফেনেরবাচের বিপক্ষে ২-১ গোলে হারে আন্তালিয়াসপুর। অনেকগুলো সিদ্ধান্তই যায় অবনমনের ঝুঁকিতে থাকা দলটির বিপক্ষে।ম্যাচ শেষ হতে পারতো ২-২ সমতায়। কিন্তু অফসাইডের জন্য শাহিনের দল পায়নি দ্বিতীয় গোল। যে সিদ্ধান্ত নিয়ে সংশয়ের জায়গা আছে বেশ।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সাগলামের দিকে ক্ষুব্ধ ভঙ্গিতে এগিয়ে যান দলটির ফুটবলাররা। কেউ কেউ উত্তেজিত হয়ে কিছু বলছিলেনও। তবে ৩৪ বছর বয়সী কোচ শাহিন ঘটনা বুঝতে পেরে আগেই কোচের সামনে গিয়ে দাঁড়িয়ে যান। দুই হাত দুই দিকে বাড়িয়ে রেফারিকে আগলে রেখে, সরে যেতে বলেন খেলোয়াড়দের।এর মধ্যেও একজন গিয়ে কিছু একটা বলেন রেফারিকে। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে দেন সাগলাম। শেষ দিকে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন সাবেক রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার শাহিন, খেলোয়াড়রাও ধীরে ধীরে সরে যান সেখান থেকে।পরে রেফারিংয়ের কড়া সমালোচনা করে বিবৃতি দেয় আন্তালিয়াসপুর। দাবি জানায়, ভিএআরের লগ প্রকাশের।১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে আন্তালিয়াসপুর। ১৯ দলের লিগে অবনমন হয় শেষ চার দলের। গোল পার্থক্যে এগিয়ে থাকায় আপাতত সেই অঞ্চলের বাইরে আছে দলটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য