Friday, March 29, 2024
বাড়িখেলাবিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় ফ্রাপা

বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় ফ্রাপা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ নভেম্বর: ছেলেদের শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব আগেও পালন করেছেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা। তবে এবার ভিন্ন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। ছেলেদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।আল বাইত স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে জার্মানি ও কোস্টা রিকা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, এই ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ফ্রাপা।ফুটবল ইতিহাসে আগেই নাম লিখিয়েছেন ৩৮ বছর বয়সী ফ্রাপা। ফ্রান্সের লিগ ওয়ান ও উয়েফা চ্যাম্পিয়নশিপে দায়িত্ব পালন করা প্রথম নারী রেফারি তিনি।গত সপ্তাহে ‘সি’ গ্রুপের পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে ছিলেন ফ্রাপা। ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে কাজ করা প্রথম নারী রেফারিও ছিলেন তিনি।ফ্রাপার সহকারী হিসেবেও থাকবেন দুই নারী রেফারি-ব্রাজিলের নেউজা বাক ও মেক্সিকোর কারেন দিয়াস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য