Thursday, April 25, 2024
বাড়িখেলাএমবাপেকে নিয়ে ভীত নয় ডেনমার্ক

এমবাপেকে নিয়ে ভীত নয় ডেনমার্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৬ নভেম্বর: বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ওই ম্যাচে গোলের দেখা পেয়েছেন এমবাপে। দুই গোল করা অলিভিয়ে জিরুদের সঙ্গে আক্রমণে বেশ কার্যকর ছিলেন তিনি।ডেনিশরা নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে গোল হজম না করা কঠিন কাজ হবে তাদের জন্য ভালো করেই জানা, হিউমান্দের। প্রতিপক্ষের এমবাপেকে নিয়ে ভয় কাজ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, এই তারকাকে ঠেকিয়ে রাখার চেষ্টার চালিয়ে যাওয়ার কথা।“আমার মনে হয় না, ভয় পাওয়া ভালো কিছু হবে। তাকে থামানোর পরিকল্পনা আছে। পার্কেনে (সেপ্টেম্বরে) ভালো পরিকল্পনা ছিল…দুই-তিনটা সুযোগ পেয়েছিলাম আমরা। শীর্ষমানের খেলোয়াড়দের জন্য যে পরিকল্পনাই করা হোক না কেন, তাদের দমিয়ে রাখা যায় না।”“ম্যাচে তার প্রভাব কমিয়ে রাখার পথ নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমরা চাই না, সে তার ঝলক দেখাক।”ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম ভালো নয় ফ্রান্সের। সবশেষ নেশন্স লিগে মুখোমুখি দুই ম্যাচই হেরেছে তারা। ওই দুই লড়াইয়ে কোনো গোল পাননি এমবাপে।শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ফ্রান্সের মুখোমুখি হবে ডেনমার্ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য