Thursday, January 16, 2025
বাড়িখেলারোনালদো-পেপেদের দলে টিনএজার আন্তোনিও সিলভা

রোনালদো-পেপেদের দলে টিনএজার আন্তোনিও সিলভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১  নভেম্বর: বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।অভিজ্ঞ ও নিয়মিত মুখদের প্রায় সবাই ডাক পেয়েছেন দলে।সেই সঙ্গে সুযোগ পেয়েছেন টিনএজার আন্তোনিও সিলভা। ১৯ বছর বয়সী বেনফিকার এই ডিফেন্ডার দেশের হয়ে সব বয়সভিক্তিক দলে খেলার পর এবার আন্তর্জাতিক ফুটবল রাঙানোর অপেক্ষায়।বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেজ। আর চোটের কারণে আগেই বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জটার।চলতি মৌসুমে ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে ভুগছেন দলটির ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তবে, ২৩ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন কোচ।আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

পর্তুগাল দল:

গোলরক্ষক: দিয়াগো কস্তা (পোর্তো), জোজে সা (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই পাত্রিসিও (রোমা)

ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: জোয়াও পালিনিয়া (ফুলহ্যাম), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মারিও (বেনফিকা), মাথেউস নুনেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), ভিতিনিয়া (পিএসজি), উইলিয়াম কারবাইয়ো (রিয়াল বেতিস), ওতাভিও (পোর্তো)

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রাফায়েল লেয়াও (এসি মিলান), রিকার্দো হর্তা (ব্রাগা), গনসালো রামোস (বেনফিকা), আন্দ্রে সিলভা (লাইপজিগ)।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য