Friday, February 7, 2025
বাড়িখেলা‘ছয় তারা খচিত’ শিরোপা চাই পেলের

‘ছয় তারা খচিত’ শিরোপা চাই পেলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১  নভেম্বর: লাতিন আমেরিকার অঞ্চলের বাছাইয়ে সেরা দল হওয়া ব্রাজিল এবারও ফেভারিটদের একটি। পাঁচ বিশ্বকাপ জয়ের রেকর্ড তারা আরও উঁচুতে নিতে সক্ষম বলে মনে করেন পেলে।নিজের অনুভূতি, প্রত্যাশা জানাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের খেলার সময়ের ছবি পোস্ট করেছেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী এই মহাতারকা আশাবাদ জানান, এবার যোগ হবে ষষ্ঠ তারাটি।“শেষবার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবার ট্রফিটির বিজয়ী ছিলাম। এখন আমাদের পাঁচটি তারা (শিরোপা) আছে। ষষ্ঠ তারকা যোগ হতে দেখতে আমার তর সইছে না।”তিতের দলে জায়গা হয়নি লিভারপুলের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। এ নিয়ে একটু-আধটু বিস্ময় আছে কারো কারো মনে। তবে কোচের দল নির্বাচনে শতভাগ আস্থা থাকার কথা জানালেন পেলে। ইদানিং নানা অসুস্থতায় ভোগা ৮২ বছর বয়সী শুভকামনা জানালেন উত্তরসূরিদের।“এই দলের প্রতি আমার আস্থা আছে এবং আমাদের দলকে শুভকামনা জানাতে এসেছি।”ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এবং বাছাইয়ে অপরাজিত পথচলার কারণে ব্রাজিল অনেকের কাছেই কাতার বিশ্বকাপের ফেভারিট।২০ নভেম্বর শুরু এবারের আসরে ‘জি’ গ্রুপে ব্রাজিল আছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের সঙ্গে। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য