Monday, February 10, 2025
বাড়িখেলাশুরুতেই ফিরলেন রাহুল

শুরুতেই ফিরলেন রাহুল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ নভেম্বর: টানা দুই ম্যাচে ফিফটি করে ছন্দে ফেরার বার্তাটা ভালোভাবেই দিয়েছিলেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে শুরুটাও ছিল তার আত্মবিশ্বাসী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দিলেন না ক্রিস ওকস।ম্যাচের প্রথম বলেই বেন স্টোকসকে চার মেরে রানের খাতা খোলেন রাহুল। দ্বিতীয় ওভারে ফেরেন সাজঘরে। ওকসের চতুর্থ বলটি থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন রাহুল। কিন্তু বাড়তি বাউন্সের কারণে ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল ব্যাটের কানা নিয়ে জমা পড়ে কিপার জস বাটলারের গ্লাভসে।১ চারে ৫ বলে ৫ রান করে ফিরলেন রাহুল।দুই ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১০। ক্রিজে রোহিত শর্মার সঙ্গী দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি।

আরেকটি ভালো ম্যাচ খেলার আশায় রোহিত

“এখন পর্যন্ত আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। আজকে আমাদের জন্য আরেকটি সুযোগ একইভাবে খেলার। স্নায়ু চাপ ধরে রাখা গুরুত্বপূর্ণ এবং ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে।”“সাম্প্রতিক সময়ে আমরা তাদের বিপক্ষে খেলেছি। আমরা তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানি। সেগুলো কাজে লাগাতে হবে। শান্ত থাকা গুরুত্বপূর্ণ। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”“অপরিবর্তিত একাদশ নিয়ে নামছি আমরা। আমাদের দলে যেমন প্রতিভা রয়েছে, একাদশ বাছাই করা কঠিন কাজ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য