Friday, February 14, 2025
বাড়িখেলাটস হেরে ব্যাটিংয়ে ভারত

টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ নভেম্বর: “এখন পর্যন্ত আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। আজকে আমাদের জন্য আরেকটি সুযোগ একইভাবে খেলার। স্নায়ু চাপ ধরে রাখা গুরুত্বপূর্ণ এবং ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে।”“সাম্প্রতিক সময়ে আমরা তাদের বিপক্ষে খেলেছি। আমরা তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানি। সেগুলো কাজে লাগাতে হবে। শান্ত থাকা গুরুত্বপূর্ণ। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”“অপরিবর্তিত একাদশ নিয়ে নামছি আমরা। আমাদের দলে যেমন প্রতিভা রয়েছে, একাদশ বাছাই করা কঠিন কাজ।”

মানিয়ে নিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাটলারের

“খেলার জন্য দারুণ পরিবেশ। এখানের মাঠের আকৃতি ভিন্ন। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। উইকেট দেখতে খুব ভালো মনে হচ্ছে। আশা করি পুরো ম্যাচ একইরকম থাকবে।””আমাদের দলে দুইটি পরিবর্তন। দাভিদ মালান ও মার্ক উড চোটের কারণে নেই। তাদের জায়গায় ফিল সল্ট ও ক্রিস জর্ডান খেলছে।”

অপরিবর্তিত ভারত

রিশাভ পান্ত নাকি দিনেশ কার্তিক, কিপার-ব্যাটসম্যান হিসেবে সেমি-ফাইনালে কাকে খেলাবে ভারত, চলছিল এই আলোচনা। তবে ব্যাটিং লাইন আপে একজন বাঁহাতি ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা অনুভব করেই বোধহয় পান্তকে নির্বাচন করেছে ভারত।তাই সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিজেদের শেষ ম্যাচের একাদশ নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নাচছে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা।ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং।

চোটে নেই মালানউড

কুঁচকির চোট থেকে সেরে ওঠেননি দাভিদ মালান। মাংস-পেশির চোটে ভুগছেন মার্ক উড। এই দুইজনকে বাইরে রেখে একাদশ সাজাতে হয়েছে ইংল্যান্ডকে।মালানের জায়গায় একাদশে এসেছেন ফিল সল্ট। উডের বদলি হিসেবে ক্রিস জর্ডানকে একাদশে নিয়েছে ইংলিশরা। বিশ্বকাপের এবারের আস দুইজনই প্রথম ম্যাচ খেলবেন।সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান মালান। পরে তাকে ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি।ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), আলেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ফিল সল্ট।

টস জিতলেন বাটলার

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতলেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ক নিলেন বোলিং। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন।

ভারতপাকিস্তান ফাইনাল চায় না ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার দল নিশ্চিত হওয়ার পর নতুন মাত্রা পেয়েছে ভারত-পাকিস্তান ফাইনালের আলোচনা। প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখানোয় সেই আলোচনা এখন আরও উচ্চকিত। দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে ভারত-পাকিস্তান ফাইনালের।তবে সেই পথ তো সহজ নয়। দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ যে ইংল্যান্ড। দলটির অধিনায়ক জস বাটলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনাল দেখতে চান না। রোহিত শর্মার দলকে বিদায় করার সব ধরনের চেষ্টা থাকবে তাদের।বাটলারদের আশা পূরণ হবে নাকি ভারত-পাকিস্তান ফাইনালের আলোড়ন উঠবে, তা জানা যাবে বৃহস্পতিবার। অ্যাডিলেইডে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন।

নিজেদের ওপর আস্থা রাখছে ভারত

টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলে আসছে ভারত। সুপার টুয়েলভ পর্বে ৪ ম্যাচ জেতা একমাত্র দল তারা। নিজেদের সামর্থ্যে পূর্ণ আস্থা আছে দলটির। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে রোহিত শর্মার দল।

নাকি

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত এগিয়ে আছে ভারত। দুই দলের তিনবারের দেখায় ভারত জিতেছে ২ ম্যাচ, ইংল্যান্ড একটি। জয়-পরাজয়ে সমতা টানতে পারবে ইংলিশরা নাকি ব্যবধান আরও বাড়াবে এশিয়ার দলটি, সেটাই এখন দেখার।২০০৭ সালে উদ্বোধনী আসরে গ্রুপ পর্বেই সাক্ষাৎ হয় ভারত ও ইংল্যান্ডের। ডারবানে ওই ম্যাচে ১৮ রানে জেতে ভারত। পরে তারা শিরোপাও ঘরে তোলে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। ২০০৯ সালেও গ্রুপ পর্বে মুখোমুখি হয় দুই দল, যেখানে এবার ভারতকে ৩ রানে হারায় ইংল্যান্ড।বিশ্বকাপে সবশেষ তাদের দেখা ২০১২ সালে। সেটাও গ্রুপ পর্বে। কলম্বোয় ওই ম্যাচে ভারত জেতে ৯০ রানে। ইংল্যান্ডের বিপক্ষে যা এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় জয়।সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হয়েছে ২২বার। এখানেও এগিয়ে ভারত, জিতেছে ১২ ম্যাচ। ইংল্যান্ডের জয় ১০টিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য