Wednesday, February 12, 2025
বাড়িখেলা‘লক্ষ্য’ পূরণ না হওয়ায় ইউনাইটেডের হতাশা

‘লক্ষ্য’ পূরণ না হওয়ায় ইউনাইটেডের হতাশা

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা, ৪ নভেম্বর: ইউরোপা লিগে সোসিয়েদাদের মাঠে গত বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। গ্রুপের সেরা হতে তাদের জিততে হতো কমপক্ষে ২ গোলের ব্যবধানে।ছয় ম্যাচে ৫টি করে জয়ে সমান ১৫ পয়েন্ট ইউনাইটেড ও সোসিয়েদাদের। তবে গোল পার্থক্যে এগিয়ে সেরা হয়েছে স্প্যানিশ ক্লাবটি।ম্যাচের পর বিটি স্পোর্টকে টেন হাগ বলেন, তারা সবসময় সেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামেন।“সবসময় যা প্রাপ্য তা পাওয়া যায় না। নিঃসন্দেহে দুটি গোল না করতে পারায় আমরা হতাশ, কারণ আমাদের এটাই দরকার ছিল। আমরা সবসময় এক নম্বর হতে চাই এবং যখন তা পারি না, আমরা হতাশ হই।”টেন হাগের দলের পরের ম্যাচ প্রিমিয়ার লিগে আগামী ৬ নভেম্বর, অ্যাস্টন ভিলার বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য