Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘বি-২১ রেইডার’ স্টেলথ বম্বার প্রকাশ্যে আনছে যুক্তরাষ্ট্র

‘বি-২১ রেইডার’ স্টেলথ বম্বার প্রকাশ্যে আনছে যুক্তরাষ্ট্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা, ৪ নভেম্বর: ইউক্রেইন যুদ্ধের অস্থিরতার মধ্যেই রহস্য আর গোপনীয়তার চাদরে ঢাকা ‘বি-২১ রেইডার’ স্টেলথ বম্বার প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমানবাহিনী।নির্মাতা কোম্পানি নর্থ্রপ গ্রামেনের দাবি, ‘সর্বকালের সর্বাধুনিক সামরিক প্লেন’ বি-২১ রেইডার।অত্যাধুনিক রেডারের চোখ ফাঁকে দেওয়ার সক্ষমতার জন্য সামরিক খাতে আলাদা কদর আছে স্টেলথ প্রযুক্তির। সামরিক প্লেনে এ প্রযুক্তির প্রথম কার্যকর প্রয়োগকারী হিসেবে গত তিন দশক ধরে আন্তর্জাতিক আকাশ সীমায় নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছে মার্কিন সামরিক বাহিনী।নর্থ্রপ গ্রামেন বি-২১ রেইডার নির্মাণের কাজটি জিতে নিয়েছিল ২০১৫ সালেই। কিন্তু নকশা ও নির্মাণ প্রক্রিয়ার নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে গত সাত বছর।যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আসছে ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার পামডেলে গ্রামেনের কারখানায় নতুন এই স্টেলথ বম্বার উন্মোচন করা হবে।বি-২১ রেইডারের পূর্বসূরী স্টেলথ বম্বার ‘বি-২ স্পিরিট’-এর নকশা ও নির্মাণ কাজও করেছিল নর্থ্রপ গ্রামেন। একবারে ২০ টন বোমা বা বিধ্বংসী অস্ত্র বহনের সক্ষমতা আছে ‘বি-২ স্পিরিট’-এর।মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র বলেন, “বি-২১ রেইডারের উন্মোচন বিমান বাহিনী এবং জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।”

সামরিক বাহন হিসেবে বি-২১ রেইডারের সক্ষমতা নিয়ে খুঁটিনাটি তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী কিংবা নির্মাতা কোম্পানি।তবে উন্মুক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে স্পেস ডটকম জানিয়েছে, পাইলটসহ এবং পাইলট ছাড়া ওড়ার সক্ষমতা আছে নতুন স্টেলথ বম্বারের। প্রচলিত বোমা ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করে হামলা চালানোর সক্ষমতা আছে এর।স্পেসডটকম জানিয়েছে, আকাশ থেকে গুপ্তচরের মতো নজরদারি চালানোর, রেডার জ্যাম করার এবং প্রতিপক্ষের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির সক্ষমতাও এই প্লেনে আছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে।বি-২১ রেইডারের নকশা করা হয়েছে ‘ওপেন সিস্টেম আর্কিটেকচার’ প্রক্রিয়ায়। অর্থাৎ, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন স্টেলথ বম্বারের অভ্যন্তরীণ প্রযুক্তি আপগ্রেড করার সুযোগ আছে।নর্থ্রপ গ্রামেনের অ্যারোনটিক্স সিস্টেমস এর মহাব্যবস্থাপক ডাগ ইয়াং এক বিবৃতিতে বলেন, “প্লেনটি সর্বাধুনিক উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলাফল।”এ কোম্পানি জানিয়েছে, তাদের পামডেলের কারখানায় নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আছে ছয়টি নতুন বি-২১ রেইডার।মার্কিন বিমান বাহিনী ২০২৩ সালেই বি-২১ রেইডারের প্রথম মিশন পরিচালনার কথা বলে রেখেছে, তবে তার লক্ষ্যবস্তু কী হবে, সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য