Sunday, February 9, 2025
বাড়িখেলাভারতের বিপক্ষে হার এখনও পোড়াচ্ছে পাকিস্তানকে

ভারতের বিপক্ষে হার এখনও পোড়াচ্ছে পাকিস্তানকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৭ অক্টোবর: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত রোববার সুপার টুয়েলভ পর্বের ম্যাচটিতে শেষ ৮ বলে ভারতের দরকার ছিল ২৮ রান। জয়ের পাল্লা ভারি ছিল তাই পাকিস্তানের দিকেই। কিন্তু হারিস রউফের পরের দুই বলে বিরাট কোহলির দুই ছক্কা আর শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মিলিয়ে উল্লাসে মাতে ভারত। মূলত কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের দুর্দান্ত ইনিংস গড়ে দেয় ব্যবধান।  ম্যাচের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার পেইজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ড্রেসিং রুমে বিমর্ষ হয়ে বসে আছেন দলটির ক্রিকেটাররা। কারও কারও মাথায় হাত। অধিনায়ক বাবর আজম বিভিন্ন কিছু বলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।ম্যাচটিতে ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখা ইফতিখার বুধবার তুলে ধরলেন, সেদিন কী বলেছিলেন অধিনায়ক।  “(বাবর) আমাদের বলেছিল, ‘এটাই আমাদের শেষ ম্যাচ নয়। এই (ম্যাচ) শেষ হয়ে গেছে এবং আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি’।”“অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের মনোবল চাঙা আছে, আমরা বরাবরের মতো আত্মবিশ্বাসী।”গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে যা ছিল দলটির প্রথম জয়। এবারও জয়ের সম্ভাবনা জাগিয়ে হৃদয় ভাঙা হারের বেদনায় পুড়তে হয়েছে তাদের। এই হারের ক্ষত যে সহজে শুকাবে না, ইফতিখারের কথায় তা পরিষ্কার।“এত বড় ম্যাচ হারার পর সবসময়ই তা কিছুটা কষ্ট দেয়। কিছুই হয়নি, এমন ভান করে থাকতে পারি না আমরা। এটা সত্যিই কষ্ট দেয়। আমরা এখানে ২০ থেকে ২৫ কোটির বেশি মানুষের প্রতিনিধিত্ব করছি। তাই আমরা সবাই ব্যথিত, কষ্ট পাচ্ছি।”কিন্তু কষ্ট নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার পার্থে জিম্বাবুয়ের মুখোমুখি হবে পাকিস্তান। গত আসরের মতো আবারও সেমি-ফাইনালে যেতে হলে সামনে আর ভুল করার সুযোগ নেই।জিম্বাবুয়ের বিপক্ষে স্বাভাবিকভাবে ফেভারিট পাকিস্তান। তবে ২০ ওভারের ক্রিকেটে হতে পারে যে কোনো কিছুই। পাকিস্তান তাই সতর্ক। ইফতিখার বললেন, তারা নিজেদের মেলে ধরতে উদগ্রীব হয়ে আছেন। “জিম্বাবুয়ে আন্তর্জাতিক দল। অন্য যে কোনো দলের মতো তাদের বিপক্ষেও আমাদের ভালো খেলতে হবে। ভালো খেলা গুরুত্বপূর্ণ…খেলোয়াড়রা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত।”“আমরা পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছি। আমরা শক্তিশালী হয়ে ফিরব এবং বিশ্বকাপের লড়াইয়ে থাকব।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য