Friday, March 29, 2024
বাড়িখেলাশৃঙ্খলাজনিত কারণে ‘বাদ’ রোনালদো

শৃঙ্খলাজনিত কারণে ‘বাদ’ রোনালদো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: আগে থেকে ইউনাইটেডের সেরা একাদশে নিয়মিত নন রোনালদো। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গত বুধবার লিগ ম্যাচেও ছিলেন বদলিদের তালিকায়। কিন্তু কোচ এরিক টেন হাগ তাকে বদলি হিসেবেও খেলাননি। 

বেঞ্চে বসে থাকা রোনালদোর অসন্তোষ ও বিরক্তির একাধিক ছবি এসেছে ইংল্যান্ডের গণমাধ্যমে। এই ঘটনা বাড়তি মাত্রা পায় রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড ম্যাচ শেষের আগে ৮৯তম মিনিটে মাঠ ছেড়ে টানেলের দিকে রওনা হলে। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, কোচ রোনালদোকে বদলি খেলাতে চাইলেও বেশি দেরি হয়ে যাওয়ার কারণে তিনি মাঠে নামতে অস্বীকৃতি জানান। এর আগে গত রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে শুরুর একাদশে খেলা রোনালদোকে দ্বিতীয়ার্ধে তুলে নেন কোচ। সেসময়ও অসন্তোষ ফুটে উঠেছিল তার আচরণে। টটেনহ্যাম ম্যাচে রোনালদোর আচরণে উষ্মা প্রকাশ করেন অনেকে। ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড গ্যারি লিনেকার ম্যাচের দিনই বিবিসির সঙ্গে আলাপচারিতায় ক্ষোভ উগরে দেন। “এটা অগ্রহণযোগ্য-খুবই খারাপ ব্যাপার।” ২-০ গোলে জেতা ম্যাচের পর রোনালদোর আচরণ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন টেন হাগ। বিরক্তি প্রকাশ করেন ইউনাইটেড কোচও। “(রোনালদোর টানেলে যাওয়া নিয়ে) আজকে নয়, আমি এটা নিয়ে আগামীকাল বসব। আমরা এখন এই জয় উদযাপন করছি। আমি তাকে দেখেছি, কিন্তু তার সঙ্গে কথা বলিনি।” এই কাণ্ডে সবশেষ বিবৃতি দিয়ে ইউনাইটেড জানিয়েছে, আগামী শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচের দলে রোনালদোর না থাকার বিষয়টি। “বাকি স্কোয়াড পরের ম্যাচের প্রস্তুতির জন্য পুরোপুরি মনোযোগী।” বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এখনও দলের গুরুত্বপূর্ণ অংশ এবং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসিপ্লিনারি ইস্যুতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য