Monday, February 10, 2025
বাড়িখেলাক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্যুতিময় ডেলানি

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্যুতিময় ডেলানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ অক্টোবর: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ডেলানি। বাউন্ডারি হজম করেন তিনি স্রেফ একটি, ডট খেলান ১২ বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল ৩৩ রানে ৩ উইকেট। ডেলানির সঙ্গে বাকিরাও করেন নিয়ন্ত্রিত বোলিং।তাতে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১৪৬ রানে আটকে রাখে আয়ারল্যান্ড।ম্যাচে সপ্তম ওভারে ডেলানিকে আক্রমণে আনেন অ্যান্ড্রু বালবার্নি। ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের সামনে ওভারে স্রেফ পাঁচ রান দেন তিনি।এরপর ডেলানি যখন আক্রমণে এলেন ততক্ষণে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের রান ছিল ৬৭।একাদশ ওভারে বল হাতে নিয়ে ডেলানি দলকে এনে দেন সাফল্য। তাকে ছক্কার চেষ্টায় লং-অফে ধরা পড়েন লুইস। যখন ঝড় তোলার সময় ক্যারিবিয়ানদের তখন তাদের চেপে ধরেন ডেলানি।পঞ্চদশ ওভারে এসেই বিদায় করেন নিকোলাস পুরানকে। লেগ স্পিনারকে উড়িয়ে মেরে ডিপ কাভারে ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ওভারের শেষ বলে ডেলানিকে চার মারেন রভম্যান পাওয়েল।পরের ওভারে তাকে ফিরিয়ে মধুর প্রতিশোধ নেন আইরিশ লেগ স্পিনার। তাকে স্লগ করে ডিপ মিডউইকেটে ধরা পড়েন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ওই ওভারে স্রেফ ১ রান দেন ডেলানি। শেষ স্পেলে তার বোলিং ফিগার ছিল ২-০-৭-২।ওয়েস্ট ইন্ডিজ দেড়শর কাছে যেতে পারে কিংয়ের ব্যাটে। চারে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৪৮ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য