Monday, February 10, 2025
বাড়িখেলাবিশ্বকাপই শেষ হয়ে গেল চামিরার

বিশ্বকাপই শেষ হয়ে গেল চামিরার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ অক্টোবর: লঙ্কানদের দুর্ভাবনা এখানেই শেষ নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না প্রমোদ মাদুশানেরও। ভিক্টোরিয়ার জিলংয়ে বৃহস্পতিবার বেলা ২টায় শুরু হবে ডাচদের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি। জিতলে লঙ্কানরা উঠে যাবে সুপার টুয়েলভে, হতে পারে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। আবার হেরে গেলে বাদও পড়ে যেতে পারে। চোটের জন্য এশিয়া কাপে ছিলেন না চামিরা। ফিট হয়ে খেলতে পারলেন কেবল দুই ম্যাচ। লঙ্কান চিকিৎসক দলের ধারণা, জিলংয়ের শীতল আবহাওয়ায় এই পেসারের চোট আরও খারাপের দিকে গেছে। বোর্ডের চিকিৎসা উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভার শঙ্কা, বিশ্বকাপের পরও অনেক দিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।“সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আর বিরতির সময়টায় সে অ্যাঙ্কেলে প্রয়োজনীয় অস্ত্রোপচার সেরে নিতে পারে। তার আগের চোট ছিল অ্যাঙ্কেলে। এবারের চোট পায়ের পেশিতে। আর এটা গ্রেড-টু টিয়ার।” হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন শ্রীলঙ্কার প্রথম পছন্দের আরেক পেসার মাদুশানে। ডি সিলভার ধারণা, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে তার চোট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানে জেতা আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় খেলতে পারেননি দানুশকা গুনাথিলাকা। বৃহস্পতিবারের ম্যাচের আগে তার ফিটনেস পরীক্ষা করা হবে। অধিনায়ক দাসুন শানাকার বিশ্বাস, নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া যাবে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে। আগে থেকেই চোট ভোগাচ্ছে শ্রীলঙ্কাকে। চামিরার আগেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। তাদের জায়গা অপেক্ষমান থেকে কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানাকে অস্ট্রেলিয়ায় ডেকে পাঠানোর কথা জানান শানাকা। প্রথম পছন্দের পেসারদের অনুপস্থিতিতে ডাচদের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে খেলতে পারেন বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য