স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৪ অক্টোবর: আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপের আগামী আসর। তাই প্রত্যাশিত সময়ে ফিরলেও প্রায় এক মাস বাইরে থাকার পর চটজলদি ছন্দ ফিরে পাওয়া বেশ কঠিন ব্যাপার। তাই কাতারে দি মারিয়ার জাতীয় দলের সঙ্গী হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ম্যাকাবি খাইফার বিপক্ষে ইউভেন্তুসের ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন দি মারিয়া।দৌড়াতে দৌড়াতে ২৪তম মিনিটে হঠাৎ থেমে যান তিনি। হাত দিয়ে চেপে ধড়েন ডান ঊরু। এরপর ইশারা করেন ডাগআউটের দিকে। তাকে খুবই হতাশ ও বিধ্বস্ত মনে হচ্ছিল। জার্সিতে মুখ ঢাকতে দেখা যায় ৩৪ বছর বয়সী তারকাকে।তার ছলছল চোখে মাঠ ছেড়ে যাওয়া দেখেই জাগে শঙ্কা। নিজেও হয়তো বুঝতে পারছিলেন, বিশ্বকাপের আগে এই চোট ভয়াবহ হয়ে উঠতে পারে।৩৪ বছর বয়সী মিডফিল্ডারের বৃহস্পতিবার স্ক্যান করা হয়েছে। পরে ইউভেন্তুস তাদের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়েছে।“আনহেল দি মারিয়ার মেডিকেল পরীক্ষা করা হয়েছে…আজ সকালে। যাতে তার ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড ক্ষত ধরা পড়েছে।”পুরোপুরি সেরে উঠতে খেলোয়াড়ের ২০ দিনের মতো সময় লাগবে।“আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।