স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৮ অক্টোবর: জিম্বাবুয়ে ক্রিকেট শুক্রবার বিবৃতিতে জানায়, বিশ্বের অন্যান্য জায়গায় কাজ করার ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। দুই পক্ষের সমঝোতায় শেষ হয়েছে তাদের সম্পর্ক।গত মার্চে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ফেরেন ক্লুজনার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির ব্যাটিং কোচ হিসেবেই কাজ করেছিলেন তিনি।বিপিএলে ২০১৯ আসরে রাজশাহী কিংস ও সবশেষ আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন ক্লুজনার। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৯ থেকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি।অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ের অভিযান শুরু পরদিন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ ও ২১ অক্টোবর তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে।