স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৫ নভেম্বর : ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার। রোহিত শর্মাকে বেনজির সম্মান দিল জয় শাহর আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হিটম্যান। টি-২০ থেকে অবসর নিলেও রোহিত এখনও ভারতের হয়ে ওয়ানডে খেলছেন। এর আগে আর কোনও সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই আপ্লুত রোহিত।
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া টি-২০ ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৬ সেঞ্চুরি। যা আর কারও নেই। এ হেন রেকর্ডের মালিককেই জয় শাহর আইসিসি টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঘোষণা করেছেন।
এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হিটম্যান। তিনি বলছিলেন, “এই সম্মানের জন্য আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে বলা হল, খেলা চালিয়ে যাওয়াকালীন এর আগে কাউকেই আইসিসি শুভেচ্ছাদূত হিসাবে ঘোষণা করেনি। এটা আমার জন্য সত্যিই আনন্দের। আশা করব গতবছরের মতো এবারও ভারত একটা জাদুমন্ত্রের মতো বিশ্বকাপ জিতে যাবে। আইসিসি ট্রফি জেতাটা সত্যিই বিরাট ব্যাপার।”
মাঠে নেমে বিশ্বকাপ জেতাটা কতটা কঠিন, সেটা আগেভাগেই সূর্যকুমারকে জানিয়ে দিলেন রোহিত। তিনি বললেন, “গত বছর আমরা আইসিসি ট্রফি জিততে কতটা মরিয়া ছিলাম, সেটা আমি জানি। কিন্তু ভালো লাগে যখন আশেপাশের সবার চোখেমুখে আনন্দ দেখতে পাই। আমার জন্য এবার ব্যাপারটা অন্যরকম। মাঠের বাইরে বসে খেলাটা দেখতে হবে। তবে আমিও অভ্যাস করছি।”

