Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়কেরলে মাঙ্কি পক্সে দ্বিতীয় সংক্ৰমিতের হদিশ, কান্নুরের ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন

কেরলে মাঙ্কি পক্সে দ্বিতীয় সংক্ৰমিতের হদিশ, কান্নুরের ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন


তিরুবনন্তপুরম, ১৮ জুলাই (হি.স.): ভারতে এবার দ্বিতীয় মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মিলল। কেরলে মাঙ্কি পক্সের দ্বিতীয় পজিটিভ কেস কান্নুর জেলায় নিশ্চিত করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের ৩১ বছর বয়সী রোগী এখন পারিয়ারাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বিদেশে মাঙ্কি পক্সের কয়েকটি ঘটনা ধরা পড়ার পর ভারতেও তৈরি হয় আতঙ্ক। কিছু দিন আগেই কেরলেই মাঙ্কি পক্সের প্রথম আক্রান্তের সন্ধান মেলে।

সোমবার দক্ষিণ ভারতের এই রাজ্যেই মাঙ্কি পক্সে দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের ৩১ বছর বয়সী রোগী এখন পারিয়ারাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক বলে জানা গিয়েছে। তাঁরা সঙ্গে যাঁদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। মাঙ্কি পক্স সংক্রামক রোগ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর দেওয়া সংজ্ঞা অনুযায়ী মাঙ্কি পক্স হল এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে। এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য