নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : জ্ঞানবাপী কমপ্লেক্সের অভ্যন্তরে পাওয়া শিবলিঙ্গের পুজোর আবেদনের শুনানি ২১ জুলাই সুপ্রিম কোর্টে হবে।
অ্যাডভোকেট বিষ্ণু জৈন প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন একটি বেঞ্চের সামনে আবেদনটি উল্লেখ করেছিলেন এবং শুনানির জন্য অনুরোধ করেছিলেন। সুপ্রিম কোর্ট আগামী ২১ জুলাই আঞ্জুমান উত্জাপানিয়া মসজিদ কমিটির আবেদনের সঙ্গে শুনানির আদেশ দেয়।
পিটিশনে দাবি করা হয়েছে, কাশী বিশ্বনাথ ট্রাস্ট যেন শিবলিঙ্গের দখল নেয় এবং শিবলিঙ্গের পূজার লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করে। পিটিশনে বলা হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) শিবলিঙ্গের কার্বন ডেটিং করুক। আবেদনে বলা হয়েছে, সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মীয় আচার অনুযায়ী পূজা করার অধিকার রয়েছে। শ্রাবন মাস শুরু হয়েছে, তাই তাকে জরিপে পাওয়া শিবলিঙ্গে জলাভিষেক করতে দেওয়া উচিত।