সাম্বা, ১৮ জুলাই ( হি.স.) : পাকিস্তান অপকর্ম থেকে বিরত হচ্ছে না। রবিবার গভীর রাতে ড্রোনটি দেখার পর, নিরাপত্তা বাহিনী ভোরে প্রায় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সোমবার ড্রোনটিকে আবারও সাম্বা সেক্টরে দেখা গেলে নিরাপত্তা বাহিনী আবার সতর্ক হয়ে গেছে।
সীমান্তের ওপার থেকে অনবরত অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে এবং কখনও কখনও ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি, মঙ্গু চক এবং চাচওয়ালে ড্রোন দেখা যায়। বিএসএফ গুলি চালায় এবং ড্রোনগুলি পাকিস্তানের দিকে ফিরে যায়। ডিএসপি জিআর ভরদ্বাজ জানিয়েছেন, ড্রোনটি দেখার পরে বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয়েছে। যেহেতু অমরনাথ যাত্রাও চলছে, নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। তিনি জনগণকে কোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে পুলিশকে জানাতে অনুরোধ করেন।